অ্যাডিলেডে চলমান ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচে মুহম্মদ সিরাজ ও ট্রেভিস হেডের মধ্যে ঝামেলার পাশাপাশি আরেকটি বিতর্ক তৈরি হয়েছে। এক ভারতীয় সমর্থককে স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীরা গ্যালারি থেকে বের করে দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, ভারতীয় সমর্থক গ্যালারিতে বসে একটি স্যান্ডপেপার তুলে ধরে অস্ট্রেলিয়ান দর্শকদের দেখাচ্ছিলেন। এটি ২০১৮ সালে বল বিকৃতির কেপটাউন কাণ্ডের স্মৃতি ফিরিয়ে আনতে করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি ভালোভাবে নেননি অস্ট্রেলিয়ার সমর্থকরা। তাঁরা অভিযোগ জানানোর পর নিরাপত্তারক্ষীরা সেই সমর্থককে স্টেডিয়াম থেকে বের করে দেন।
বেরিয়ে যাওয়ার সময়ও ওই সমর্থক স্যান্ডপেপারটি প্রদর্শন করেন এবং ভারতীয় সমর্থকরা তাঁকে সমর্থন করে চিৎকার করতে থাকেন। পাল্টা প্রতিক্রিয়া দেখায় অস্ট্রেলিয়ার সমর্থকরাও।
২০১৮ সালের সেই ঘটনার কথা মনে করিয়ে দিলে দেখা যায়, অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যাঙ্করফ্ট বল বিকৃত করার জন্য স্যান্ডপেপার ব্যবহার করেন। তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ এবং সিনিয়র ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের নির্দেশে এ কাজ করা হয়েছিল।
বর্তমানে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ১-১ সমতায় রয়েছে। পার্থে প্রথম টেস্ট ভারত জিতলেও অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে জয়লাভ করেছে অস্ট্রেলিয়া। সিরিজের বাকি তিনটি ম্যাচ উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য।
তৃতীয় টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে।
নাহিদা