ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রাহায়ণ ১৪৩১

চার বছর পর পাকিস্তানকে হারাল দ.আফ্রিকা

মিলারের তান্ডবে ম্লান আফ্রিদির কীর্তি

প্রকাশিত: ১৩:২০, ১১ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৬:৪৫, ১১ ডিসেম্বর ২০২৪

মিলারের তান্ডবে ম্লান আফ্রিদির কীর্তি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে ১০০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন শাহিন আফ্রিদি

ডারবানে সিরিজের প্রথম টি-টোয়েন্ডিতে ৪ ওভারে ২২ রানে ৩ উইকেট নিযেছেন শাহিন শাহ আফ্রিদি। এর মধ্য দিয়ে শাদাব খান ও হারিস রউফের পর তৃতীয় পাকিস্তানি হিসেবে ছোট্ট ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ শিকারের মাইলফলকে পা রেখেছেন তুখোড় এ বাঁহাতি পেসার। পাশাপাশি দেশটির প্রথম বোলার হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই ১ শ’ বা তার বেশি উইকেট নিলেন আফ্রিদি। তবে ম্যাচে ১১ রানে হেরে গেছে তার দল।

কিংসমিডে এদিন চার নম্বরে নেমে ৪০ বলে ৪ চার ও ৮ ছক্কায় ৮২ রানের ঝড়ো ইনিংস খেলেন কিলার মিলার। সঙ্গে জর্জ লিন্ডের ২৪ বলে ৪৮ রানের তান্ডবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৩ রান করে স্বাগতিক দক্ষিন আফ্রিকা। অধিনায়ক হেনরিখ ক্লাসেন করেন ১২ রান। জবাবে ৫ চার ও ৩ ছক্কায় অধিনায়ক মোাহম্মদ রিজওয়ানের ৬২ বলে ৭৪ রান সত্বেও ৮ উইকেটে ১৭২ রানে থামে পাকিস্তানের সংগ্রহ। দারুণ ব্যাটিংয়ের পর বল হাতে ৩ উইকেট- তিন বছর পর দক্ষিন আফ্রিকার জাসিতে খেলতে নেমেই ম্যাচসেরা লিন্ডে।

২০২১ সালের এপ্রিলের পর প্রথমবার টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারাতে পারল দক্ষিণ আফ্রিকা। মাঝে তিন ম্যাচের সবকটি জিতেছিল পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট শেষের পরদিনই শুরু হলো টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট সিরিজের কেউ অবশ্য টি-টোয়েন্টিতে নেই।৮ ছক্কার ঝড়ে ৮২ রান করেছেন মিলারশাদাব খান এবং হারিস রউফের পর মাত্র তৃতীয় পাকিস্তানি  হিসেবে এই কীর্তি শাহিনের। তবে, একটা দিক থেকে স্বদেশী বাকি দুইজন থেকে ঢের এগিয়ে তিনি।  প্রথম পাকিস্তানি বোলার হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটেই ১০০ উইকেটের কোটা পূরণ করেছেন শাহিন আফ্রিদি। 

পুরো ক্রিকেট দুনিয়াতেই এমন নজির আছে কেবল তিনজনের। বাংলাদেশের সাকিব আল হাসান, নিউজিল্যান্ডের টিম সাউদি এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা করে দেখিয়েছিলেন এমন কিছু। ১০০ টি-টোয়েন্টি উইকেট পূরণ করা শাহিনের ওয়ানডেতে উইকেট আছে ১১২টি। আর টেস্টে তার উইকেট ১১৬। 

অবশ্য শাহিনের এমন রেকর্ডের মাহাত্ম্য লুকিয়ে আছে আরেক জায়গায়। সাকিব, সাউদি কিংবা মালিঙ্গার চেয়ে কম বয়সে এই ক্লাবে নাম লিখিয়েছেন শাহিন। টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের দিন তার বয়স ছিল ২৪ বছর ২৪৯ দিন। তার চেয়ে কম বয়সে আর কেউই এই কীর্তিতে নাম লেখাতে পারেননি।

মিরাজ

×