ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রাহায়ণ ১৪৩১

গোল করেই মাইলফলক; মেসির পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরিয়ান এখন এমবাপে

প্রকাশিত: ১১:৪৭, ১১ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১১:৪৮, ১১ ডিসেম্বর ২০২৪

গোল করেই মাইলফলক; মেসির পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরিয়ান এখন এমবাপে

রিয়ালের জার্সিতে চলতি মৌসুমে ২২ ম্যাচে ১২তম গোল করলেন এমবাপে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। মঙ্গলবার আটালান্টার বিপক্ষে গোল করে এই কীর্তি গড়লেন তিনি। প্রতিপক্ষের মাঠে ম্যাচ শুরুর ১০ মিনিটেই গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেওয়ার পাশাপাশি ইউরোপ সেরার এই টুর্নামেন্টে গোলের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা।
চ্যাম্পিয়ন্স লিগে ৭৯ ম্যাচে গোলের হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন কিলিয়ান এমবাপে। সেইসঙ্গে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউরোপ সেরার এই আসরে ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি। মঙ্গলবার ২৫ বছর ৩৫৬ দিন বয়সে এই কীর্তি গড়লেন এমবাপে। তার আগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের অর্ধশতক পূর্ণ করেছিলেন লিওনেল মেসি। ২০১২ সালে মাত্র ২৪ বছর ২৮৪ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন বার্সেলোনার সাবেক এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। 
তবে এদিন আটালান্টার বিপক্ষে চোটের কারণে ম্যাচের ৩৬ মিনিটেই মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপে। তবে জয় নিয়েই মাঠ ছেড়েছে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির দল শেষ পর্যন্ত ৩-২ গোলে পরাজিত করে ইতালিয়ান ক্লাবটিকে। এমবাপের পর দ্বিতীয়ার্ধে রিয়ালের হয়ে বাকী দুটি গোল করেন দলের সেরা দুই তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং জুড বেলিংহ্যাম। 
আর তাতেই বহুল প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। আর তাতেই পয়েন্ট টেবিলের ১৮ নম্বরে উঠে এসেছে কার্লো আনচেলত্তির দল। ৬ ম্যাচ থেকে রিয়ালের পয়েন্ট এখন ৯। যেখানে ১১ পয়েন্ট নিয়ে আটালান্টার অবস্থান ৯ নম্বরে। একমাত্র দল হিসেবে ছয় ম্যাচের ছয়টিতেই জিতে ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে লিভারপুল।
রিয়ালের মতো মঙ্গলবার জয় নিয়ে মাঠ ছেড়েছে প্রায় সব ফেভারিটরাই। পিএসজি ৩-০ গোলে হারিয়েছে রেড বুল সালসবার্গকে। বায়ার্ন মিউনিখ ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে শাখতার দোনেৎস্ককে। বায়ার লেভারকুসেন ১-০ গোলে ইন্টার মিলানকে একই ব্যবধানে ব্রেস্টও হারিয়েছে পিএসভিকে। অ্যাস্টন ভিলা ৩-২ ব্যবধানে পরাজিত করেছে আরবি লিপজিগকে। 

নাহিদা

×