লিটন কুমার দাস। ফাইল ছবি
বাংলাদেশ দলের নেতৃত্বে ফিরলেন লিটন কুমার দাস। তাকে অধিনায়ক করে আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি২০ সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি২০ সিরিজ অনুষ্ঠিত হবে। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এখনও ফেরেননি। দলে ডাক পেয়েছেন তরুন পেসার রিপন মণ্ডল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে সেন্ট কিটসে। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলার সময়েই টি২০ সিরিজের দল ঘোষণা করে বিসিবি।দলে ফিরেছেন সৌম্য সরকার, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ। তারা ভারতের বিপক্ষে গত অক্টোবরে সর্বশেষ টি২০ সিরিজে দলে ছিলেন না।
ভারতের বিপক্ষে টি২০ সিরিজে দলে থাকাদের মধ্যে বাদ পড়েছেন শুধু বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। এছাড়া ইনজুরির কারণে নেই তাওহিদ হৃদয় ও প্রথম সন্তানের বাবা হওয়ায় ছুটি পেয়েছেন মুস্তাফিজুর রহমান।
শান্ত ইনজুরিতে পড়ার কারণে এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেননি। তার ইতোমধ্যে সেরে ওঠার কথা। কিন্তু সে বিষয়ে বিসিবি দল ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে কিছুই জানায়নি। সম্প্রতি টি২০ ফরম্যাটে অত্যন্ত বাজে সময় গেছে শান্তর। ব্যাট হাতে টানা ব্যর্থতার জন্য বিশ্রামও দেওয়া হতে পারে তাকে।
এখন বাংলাদেশ দলে প্রথম ডাক পেলেন ২১ বছর বয়সী তরুন পেসার রিপন। যদিও গত বছর এশিয়ান গেমসে দ্বিতীয় সারির জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছে তার। সেই প্রতিযোগিতায় ৩ টি২০ খেলে ৪ উইকেট নিয়েছেন। এবার পূর্ণ শক্তির জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন।
বাংলাদেশ টি২০ দল॥ লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।
মামুন/তাবিব