ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

‘দাবাড় রানী’ খ্যাত রানী হামিদ পাচ্ছেন বেগম রোকেয়া পদক

প্রকাশিত: ২১:০৫, ৮ ডিসেম্বর ২০২৪

‘দাবাড় রানী’ খ্যাত রানী হামিদ পাচ্ছেন বেগম রোকেয়া পদক

রানী হামিদ

জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অবদানের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। নারী জাগরণের অগ্রদূত ছিলেন মহীয়সী নারী বেগম রোকেয়া। কাল সোমবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে বেগম রোকেয়া পদক দেওয়া হবে কিংবদন্তি দাবাড়ু ও ‘দাবার রানী’ খ্যাত রাণী হামিদকে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রদান করবেন।

রাণী হামিদের পদক পাওয়ার বিষয়ে তাঁর ছেলে স্বনামধন্য সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ গণমাধ্যমকে জানান, ‘এটা অত্যন্ত আনন্দের যে আম্মা রোকেয়া পদক পাবে। ক্রীড়ার মাধ্যমে নারী জাগরণে ভুমিকা রাখায় তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই স্বীকৃতি প্রদান করছে।’

৮২ বছর বয়সী রানী হামিদ এখনও খেলছেন। জাতীয় দাবায় ২১ বার চ্যাম্পিয়ন। এটা বিশ্বরেকর্ড। কিন্তু দাবা ফেডারেশনের অদক্ষতা, অনীহায় এটি গিনেজ বুকে এখনও অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি! বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক নারী মাস্টার তিনি। দাবার জন্য তিনি বইও লিখেছেন, ‘মজার খেলা দাবা।’ যা দাবাড়ুদের জন্য প্রাথমিক পাঠ। তিনবার ব্রিটিশ মহিলা দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। বাংলাদেশের মহিলা দাবার উন্নয়নে ১৯৮৫ সাল থেকেই কাজ করছেন রানী। ‘মহিলা দাবা সমিতি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি তিনি। 
 

রুমেল খান/আর কে

×