ম্যানচেষ্টার সিটি
মৌসুমের মাঝে হঠাৎ ছন্দ পতন ম্যানচেষ্টার সিটির। সাত ম্যাচ হারার পরেই নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জয় দিয়ে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। জয়ের ধারা অব্যহত রাখতে পারেনি দলটি। ক্রিস্টাল প্যালেসের মাঠে দুইবার পিছিয়ে পড়ে ১০ জনের দল নিয়ে হারের শঙ্কায় থাকা পরেই ড্র নিয়ে ফিরেছে সিটিরা। প্যালেসের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে পয়েন্ট উদ্ধার করেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
সেলহার্স্ট পার্কে শুরুতেই থেকে আবহাওয়া সমস্যায় পড়েছিল দলটি। আর্দ্র আবহাওয়া ও বাতাসের কারণে ঠিকভাবে বল নিয়ে এগিয়ে যেতে পারছিল না দলটি। খেলার ৪ মিনিটে এগিয়ে যায় প্যালেস। গোল করেন ড্যানিয়েল মুনোজ (১-০)। উইল হিউজেসের পাস ধরে দূরের কোনাকুনি শটে গোল করেন তিনি।
পিছিয়ে পড়ে খেলার ৩০ মিনিটে ম্যাথুস নুনেসের লম্বা ক্রসে সিটিকে সমতায় ফেরান আর্লি হাল্যান্ড। হেড করে প্যালেসের জালে লক্ষ্যভেদ করেন। তাতে স্কোরলাইন হয় ১-১। ওই স্কোরলাইনে বিরতি যায় দুই দল।
বিরতি থেকে ফিরে খেলার ৫৬ আবারো এগিয়ে যায় স্বাগতিকরা। প্যালেসসের হয়ে গোল করেন ম্যাক্সেন্স ল্যাক্রোইক্স। স্কোরলাইন দাঁড়ায় ২-১। গোল হজম করে হারের শষ্কায় পড়েছিল সিটিরা। এমন সময়ে দলের ত্রাণকর্তা হয়ে এলেন লুইস। বার্নার্ডো সিলভার বাড়ানো বলে চমৎকার গোল করেন তিনি। স্কোরলাইন হয় ২-২।
খেলার ৮৪তম মিনিটে ট্রেভহ চালোবাহকে ট্যাকল করে লুইস দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়েন। বাকি সময়ে ১০ জন নিয়ে খেলেছে সিটি। তাতেই প্যালেসের কয়েকদফা আক্রমণ ঠেকিয়ে দেয় সিটিরা।
এই ড্রয়ে ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে সিটিরা। আর ১৬তম স্থানে প্যালেস।
শহীদ