ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

সৌম্য ঝলকে চ্যাম্পিয়ন রংপুর

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:৩২, ৭ ডিসেম্বর ২০২৪

সৌম্য ঝলকে চ্যাম্পিয়ন রংপুর

.

দেশের জন্য দারুণ এক গৌরব বয়ে এনেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স। বিশ্বের শীর্ষ ৫টি ফ্র্যাঞ্চাইজি টি২০ টুর্নামেন্টের সেরা দলগুলোকে নিয়ে প্রথমবারের মতো আয়োজিত গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি২০ আসরে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। বাংলাদেশ সময় অনুসারে শনিবার ভোরে অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে ৫৬ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে তারা। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করে রংপুর স্টিভেন টেইলর ও সৌম্য সরকারের জোড়া অর্ধশতকে ভর দিয়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে তোলে ১৭৮ রান। সৌম্য ৫৪ বলে ৭ চার, ৫ ছক্কায় ৮৬ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন। জবাবে রংপুরের বোলিং দাপটে ১৮.১ ওভারে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া। ম্যাচসেরা হন সৌম্য। আসরে ৫ ম্যাচে ১৪২.৪২ স্ট্রাইকরেটে ৪৭.০ গড়ে সর্বাধিক ১৮৮ রান করা এ বাঁহাতি টপঅর্ডার আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন। চ্যাম্পিয়ন হিসেবে রংপুর প্রাইজমানি পেয়েছে ৫ লাখ মার্কিন ডলার। এ ছাড়া প্রাথমিক পর্বে দুই জয় থেকে আরও ৫০ হাজার ডলার পেয়েছে দলটি।
টস জিতে রংপুর আগে ব্যাটিংয়ে নামে। প্রথম থেকে কিছুটা দেখেশুনে শুরু করেন যুক্তরাষ্ট্রের ওপেনার স্টিভেন টেইলর ও সৌম্য। পাওয়ার প্লে’র ৬ ওভারে আসে মাত্র ৪০ রান। তবে ১২.১ ওভারেই দলীয় ১০০ রানে পৌঁছে রংপুর। তুলনামূলকভাবে কিছুটা বেশি আগ্রাসী সৌম্য ৩৩ বলেই আসরে নিজের দ্বিতীয় ফিফটি পেয়ে যান। আর স্টিভেন অর্ধশতক হাঁকান ৪৪ বলে। শেষ পর্যন্ত ১৪তম ওভারের শেষ বলে ১২৪ রানের বিশাল ওপেনিং জুটি ভাঙে। স্টিভেন ৪৯ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৬৮ রানে বিদায় নেন। এরপর সাইফ হাসান ৪ বলে ৬ ও ওয়েইন ম্যাডসেন ৯ বলে ১০ রানে বিদায় নিলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন সৌম্য। তিনি ৫৪ বলে ৭ চার, ৫ ছয়ে ৮৬ রানে অপরাজিত থাকেন। তিনি স্বীকৃত টি২০ ক্যারিয়ারে ৪ হাজার রানের মাইলফলক পেরিয়ে যান। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় রংপুর। জবাব দিতে নেমে পেসার কামরুল ইসলাম রাব্বি ও অফস্পিনার শেখ মেহেদি হাসানের দুর্দান্ত বোলিংয়ে প্রথম থেকেই কোণঠাসা হয়ে পড়ে ভিক্টোরিয়া। যদিও পাওয়ার প্লে’র ৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৫৪ রান তুলে ফেলে তারা। 
যুক্তরাষ্ট্রের বাঁহাতি স্পিনার হারমিত সিং ও লেগস্পিনার রিশাদ হোসেন আক্রমণে আসার পর পরিস্থিতি পাল্টে যায়। উইকেট হারাতে থাকে ভিক্টোরিয়া। ১১তম ওভারে ফিরতি স্পেলে এসে শেখ মেহেদি সাজঘরে ফেরান ওপেনার জো ক্লার্ককে। তিনি ২২ বলে ৭ চারে ৪০ রান করেন। আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত ১৮.১ ওভারে ১২২ রানেই থামে ভিক্টোরিয়ার ইনিংস। হারমিত ৪ ওভারে ১৯ রানে ৩টি এবং মেহেদি ৪ ওভারে ২০ রানে, রিশাদ ৩.১ ওভারে ২৬ রানে ও সাইফ হাসান ৩ ওভারে ২১ রানে ২টি করে উইকেট নেন। বড় জয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের গর্বিত চ্যাম্পিয়ন হয়ে যায় রংপুর। টানা দুই হারে আসরে যাত্রা করা দলটি শঙ্কায় পড়েছিল বাদ পড়ার। কিন্তু তারপর টানা ৩ জয়ে শিরোপা নিয়েই দেশে ফিরছে রংপুর রাইডার্স।

×