ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

আবারো বর্ষসেরা খেলোয়াড় মেসি

প্রকাশিত: ১১:৪৮, ৭ ডিসেম্বর ২০২৪

আবারো বর্ষসেরা খেলোয়াড় মেসি

লিওনেল মেসি মেজর লিগ সকারের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ইনজুরির কারণে ৬২ দিন মাঠের বাইরে থাকলেও ১৯ ম্যাচে ২০ গোল এবং ১৬টি অ্যাসিস্ট করে তিনি এই পুরস্কার অর্জন করেন। 

২০২৩ সালের জুনে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। মায়ামি ভক্তরা তার আগমনে শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল, এবং মেজর লিগ কর্তৃপক্ষও মেসির উপস্থিতিতে মেজর লিগ সকারকে বিশ্বমঞ্চে পরিচিতি পাওয়ার আশা করেছিল। তবে ২০২৪ সালে ইনজুরির কারণে মেসি মাঠে তিন মাসের বেশি সময় ছিলেন না। তবুও, মেসি ১৯ ম্যাচে ২০ গোল করেন এবং সতীর্থদের দিয়ে আরও ১৬টি গোল করান, যা তাকে মোস্ট ভেলুয়েবল খেলোয়াড়ের পুরস্কার এনে দেয়।

এছাড়া, মেসি ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এমএলএস সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এলএমটেনের মাধ্যমে মায়ামি প্রথমবারের মতো সাপোর্টার্স শিল্ড এবং ক্লাব ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে। তবে মেসি এরকম অর্জনে সন্তুষ্ট নন এবং জানান, তার লক্ষ্য ছিল এমএলএস শিরোপা জয়। তিনি আশা করেন, আগামী বছর আরও শক্তিশালী হয়ে শিরোপা জয় করতে পারবেন।

এমএলএসের মোস্ট ভেলুয়েবল খেলোয়াড় নির্বাচনের জন্য ভোট দেন খেলোয়াড়, গণমাধ্যমকর্মী এবং ক্লাবগুলোর প্রতিনিধিরা। মেসি ৩৪.৪৩ শতাংশ ভোট পেয়ে প্রথম স্থান লাভ করেন, আর দ্বিতীয় স্থানে ৩৩.৭০ শতাংশ ভোট নিয়ে কুচো হার্নান্দেস অবস্থান করেন।

নাহিদা

×