ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

জাহানারার কণ্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০৭, ৭ ডিসেম্বর ২০২৪

জাহানারার কণ্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

.

মিরপুরে ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পথে দলীয় ও ব্যক্তিগত অর্জনে রেকর্ডের মালা সাজিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু সিলেটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম টি২০তে ১৭০ রানের লক্ষ্যে ১৫৭/৭-এ থেমে গিয়ে নিগার সুলতানা জ্যোতির দল হেরেছে ১২ রানে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ আজ। ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী টাইগ্রেসরা। ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়েছিল। আমাদের চার খেলোয়াড় দারুণ স্কোর করেছে। সেদিক থেকে বিবেচনা করলে আমার বিশ্বাস সিরিজে আমরা ঘুরে দাঁড়াতে পারব এবং সেই বিশ্বাসটা আমাদের সকলের আছে। বিসিবির আপলোড করা ভিডিও বার্তায় বলছিলেন জাহানারা আলম।  পাঁচ মাসের বেশি সময় পর টি২০ খেলেছেন জাহানারারা। ফেরাটা অবশ্য স্বস্তির ছিল না। এদিন ৪ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। সবই ঠিক আছে। দলে থাকার ব্যাপারটি সব সময় যে মনের মতো হবে ব্যাপারটা আসলে এমন না। যা কিছু আপনার নসিবে লেখা আছে সেটাই হবে। দলে ফিরতে পেরেছি তাতে আমি যথেষ্ট খুশি। কিন্তু খুশিটা খুব বেশি হতে পারছি না। কারণ প্রথম ম্যাচের ফল আমাদের পক্ষে আসেনি। শুরুতে কোনো উইকেট না হারিয়ে ১০৩ রান তুলে নিয়েছিল বাংলাদেশ।  ১৬৯ রান, ১৭০ টার্গেট। এটা আমার কাছে মনে হচ্ছে, আমরা যদি শুরুটা ভালো করি এবং পাওয়ারপ্লে ভালোভাবে কাজে লাগাই তাহলে সম্ভব (জেতা)। ১০-১১ ওভারে আমরা শতরানের বেশি করেছিলাম। এটা আমাদের জন্য বড় একটি সংগ্রহ ছিল। ওপেনিং জুটি বলতে পারেন। তারপরও আমরা আশাবাদী ছিলাম। 
ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চায় টাইগ্রেসরা। জাহানারাদের লক্ষ্য সিরিজ জয় কিন্তু শেষেরদিকে হয়ত কিছু ভুলের কারণে ম্যাচটা আমরা হেরে গেছি। আমাদের চার ব্যাটার ছন্দে ফেরাতে পরের ম্যাচগুলো নিয়ে আমরা খুবই আশাবাদী।

×