ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর বার্তা শ্রীলঙ্কার

প্রকাশিত: ২২:৩৭, ৬ ডিসেম্বর ২০২৪

দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর বার্তা শ্রীলঙ্কার

১১ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন নিসাঙ্কা। ছবি: এপি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে পাত্তা না পেলেও দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৩৫৮ রানে অলআউট করার পর ব্যাট হাতে দ্যুতি ছড়াচ্ছেন লঙ্কান ব্যাটাররা।

 

সেন্ট জর্জেস পার্কে শুক্রবার (৬ ডিসেম্বর) দ্বিতীয় দিনের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ২৪২ রান। অ্যাঞ্জোলো ম্যাথিউস ৪০ আর কামিন্দু মেন্ডিস ৩০ রানে অপরাজিত আছেন। তৃতীয় দিনে আরও ১১৬ রান পেরোলো লিড পাবে সফরকারীরা।

 

দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে প্রথম টেস্টে যেভাবে পর্যুদস্ত হতে হয়েছে, সেটা ভুলে যেতে চাইবে শ্রীলঙ্কা। ডারবানে প্রথম ইনিংসে মাত্র ৪২ রানে অলআউট হয়েছিল তারা। যেটা সাদা পোশাকে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড। দ্বিতীয় ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়লেও ম্যাচটি ২৩৩ রানের বড় ব্যবধানে হেরে যায় তারা।

 

তবে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে দারুণ লড়াইয়ের বার্তা দিচ্ছে সফরকারীরা। প্রথম ইনিংসে ইতোমধ্যে ২৪২ রান তুলে নিয়েছে দলটি। কেবল ওপেনার দিমুথ করুনারত্নে ছাড়া বাকি সবাই ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন। করুনারত্নে ২০ রান করে কাগিসো রাবাদার শিকার হলেও আরেক ওপেনার পাথুমা নিসাঙ্কা সেঞ্চুরির কাছাকাছি চলে যান। ১৫৭ বল মোকাবিলায় ১১ চার ও ১ ছক্কায় ৮৯ রান করে দলীয় ১৯৯ রানে কেশভ মহারাজের বলে বোল্ড হন তিনি। তার আগে নিসাঙ্কার সঙ্গে ১০৯ রানের জুটি গড়ে আউট হন দিনেশ চান্দিমাল। তিনিও ফিফটি মিসের আক্ষেপে পুড়েছেন। ৯৭ বলে ৫ চারের মারে ৪৪ রানে থেমেছে তার ইনিংস।

 

তবে দিনের শেষটা নিরাপদে পার করে দেন ম্যাথিউস ও মেন্ডিস। তৃতীয় দিন ধারাবাহিকতা ধরে রাখতে পারলে লিড পেতেও খুব একটা বেগ পেতে হবে না লঙ্কানদের।

 

এর আগে রায়ান রিকেলটন ও কাইল ভেরেন্নের জোড়া সেঞ্চুরিতে সব কটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩৫৮ রান তুলে নেয় প্রোটিয়ারা। রিকেলটন ২৫০ বলে ১১ চারের মারে ১০১ রান করে আউট হলেও ১০৫ রানে অপরাজিত ছিলেন ভেরেন্নে। ১৩৩ বল মোকাবিলায় তার ইনিংস সাজানো ছিল ১২ চার ও ৩ ছক্কার মারে। ১০৯ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অধিনায়ক টেম্বা বাভুমা।

 

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন লাহিরু কুমারা। এছাড়া ৩টি উইকেট নিয়েছেন অসিথা ফের্নান্দো।

 

 

তাবিব

×