ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

২২ বছর বয়সে অবসর, তবুও বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার!

প্রকাশিত: ২১:৩৮, ৬ ডিসেম্বর ২০২৪

২২ বছর বয়সে অবসর, তবুও বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার!

আর্যমান বিড়লা। ছবি: সংগৃহীত

কয়েক দিন আগেও বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারের প্রসঙ্গ উঠলে, নাম আসতো শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিদের। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আইপিএল, বিজ্ঞাপন আর স্পন্সর প্রতিষ্ঠান থেকে পাওয়া অর্থ তাদেরকে ধনী ক্রিকেটারের তালিকার উপরে তুলে দিয়েছে।

 

তবে এসব কিছুর বাইরে থেকেও তাদেরকে ছাড়িয়ে গেছেন অন্য এক ভারতীয় ক্রিকেটার। তাও কি না মাত্র ২২ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানিয়ে। তার নাম আর্যমান বিড়লা। টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার তিনিই।

 

১৯৯৭ সালে মুম্বাইয়ে জন্ম নেয়া আর্যমান বেড়ে উঠেছেন মধ্যপ্রদেশের রেওয়ায়। শৈশব থেকেই ক্রিকেটের প্রতি ভালোবাসা তাকে ভারতের শীর্ষস্থানীয় প্রতিযোগিতা রঞ্জি ট্রফি পর্যন্ত নিয়ে যায়। ২০১৭ সালে মধ্যপ্রদেশের হয়ে উড়িষ্যার বিপক্ষে রঞ্জি ট্রফিতে অভিষেক করেন তিনি।২০১৮ সালে বেঙ্গলের বিপক্ষে ইডেন গার্ডেন্সে খেলেন তার ক্যারিয়ারের সেরা ইনিংস ১৮৯ বলে ১০৩ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯টি ম্যাচ খেলে করেন ৪১৪ রান, যার মধ্যে একটি সেঞ্চুরি ও একটি ফিফটি রয়েছে। সব মিলিয়ে ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন আর্যমান, ১ সেঞ্চুরি ও ১ ফিফটিসহ ২৭.৬০ গড়ে করেন ৪১৪ রান। এ ছাড়া চারটি লিস্ট ‘এ’ ম্যাচও খেলেন।

 

২০১৮ সালে আইপিএলের দল রাজস্থান রয়্যালস তাকে নিলাম থেকে ৩০ লাখ রুপিতে দলে ভেড়ায়। আইপিএল দলে থাকলেও কোনো ম্যাচে নামানো হয়নি আর্যমানকে। ২০১৯ সালে চোট ও মানসিক চাপের কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে যান আর্যমান এবং পরে অবসরের সিদ্ধান্ত নেন।

 

প্রশ্ন উঠতেই পারে, কখনো জাতীয় দলে না খেলা, বিজ্ঞাপনে দেখা না যাওয়া কিংবা স্পন্সর প্রতিষ্ঠানের আগ্রহে না থাকা এমন একজন ক্রিকেটার কীভাবে সবচেয়ে ধনী হতে পারেন? রাতারাতি কোটিপতি বনে যাওয়া আইপিএলেও রাজস্থান তাকে মাত্র ৩০ লাখ রুপিতে দলে নিয়েছিল।

 

মূলত তার ধনী হওয়ার পেছনে ভূমিকাটা পারিবারের। ভারতের বিখ্যাত ব্যবসায়িক গোষ্ঠী আদিত্য বিড়লা গ্রুপের উত্তরাধিকারী আর্যমান। ক্রিকেট ছেড়ে দিয়ে পুরোপুরি পারিবারিক ব্যবসায় মনোযোগ দেন তিনি। ২০২৩ সালে তিনি আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেইল লিমিটেডের পরিচালক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি আদিত্য বিড়লা ম্যানেজমেন্ট করপোরেশন ও গ্রাসিম ইন্ডাস্ট্রিজের পরিচালকের দায়িত্বেও আছেন।

 

 

 

টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমের দাবি, তার সম্পদমূল্য আনুমানিক ৭০ হাজার কোটি রুপি। মাসখানেক আগে টাইমস অব ইন্ডিয়ার-ই প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ধনী ক্রিকেটারদের তালিকায় শীর্ষে তাকা শচীনের মোট সম্পদের মূল্য দেখানো হয়েছিল দেড় হাজার কোটি রুপির কাছাকাছি। 

তাবিব

×