ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

বাংলাদেশ - ভারত ফাইনাল রবিবার

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

মো: মামুন রশীদ

প্রকাশিত: ১৭:৪৭, ৬ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৭:৫৯, ৬ ডিসেম্বর ২০২৪

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ।

যুব এশিয়া কাপে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ দুবাইয়ে অনুষ্ঠিত সেমিফাইনালে পাকিস্তান অনুর্ধ- ১৯ দলকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। রবিবার ফাইনালে ভারত অনুর্ধ- ১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। শারজায় হওয়া অপর সেমিতে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারায় ভারত।

দুবাইয়ে আগে ব্যাট করে পাকিস্তান ৩৭ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায়। ফারহান ইউসুফ ৩২ বলে ১ চার, ৩ ছক্কায় ৩২ রান করেন।

বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন ৭ ওভারে ১ মেডেনে ২৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। মারুফ মৃধার শিকার ২টি।

জবাব দিতে নেমে প্রথম থেকেই রান তুলতে চাপে থাকা বাংলাদেশ দলীয় ২০ রানে প্রথম উইকেট হারায় সপ্তম ওভারে। কিছুক্ষণ পরেই সাজঘরে ফেরেন ২৫ বলে ৪ চারে ১৭ রান করা  জাওয়াদ আবরার। 

কিন্তু অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৪২ বলে ৭ চার, ৩ ছক্কায় অপরাজিত ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে ২৭.৫ ওভার বাকি থাকতেই বাংলাদেশকে জয় এনে দেন। 

২২.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১২০ রান তুলে জয় পায় বাংলাদেশের যুবারা। শিহাব জেমস ৩৬ বলে ৪ চারে ২৬ রান করেন। 

গতবার আরব আমিরাতের মাটিতে হওয়া যুব এশিয়া কাপে প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। টানা দ্বিতীয়বার ফাইনালে উঠলো বাংলাদেশ। 

অপর সেমিতে শারজায় আগে ব্যাট করে ৪৬.২ ওভারে ১৭৩ রানে গুটিয়ে যায়। লাকভিন আবেসিংহে ১১০ বলে ৩ চার, ২ ছক্কায় ৬৯ এবং শারুজান শানমুগনাথান ৭৮ বলে ২ চারে ৪২ রান করেন। 

ভারতের পক্ষে চেতন শর্মা ৩টি এবং কিরণ চরমালি ও আয়ুশ মহাত্রে ২টি করে উইকেট নেন। 

জবাব দিতে নেমে মাত্র ২১.৪ ওভারে ৩ উইকেটে ১৭৫ রান করে সহজ জয় ছিনিয়ে নেয় ভারত। 

ওপেনিং জুটিতেই ৮.৩ ওভারে ৯১ রানের জুটি গড়ে ভারত। আয়ুশ ২৮ বলে ৭ চারে ৩৪ রানে বিদায় নেয়। কিন্তু বৈভব সুরিয়াবংশী মাত্র ৩৬ বলে ৬ চার ৫ ছক্কায় ৬৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতের জয় সহজ করে দেন। 

অধিনায়ক মোহাম্মদ আমান ২৬ বলে ২ চার, ১ ছয়ে ২৫ রানে অপরাজিত থাকেন। 

"এ" গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান ও "বি" গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা সেমি থেকেই বিদায় নিল। রবিবার ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ - ভারত।

রিয়াদ

×