মাশরাফি বিন মর্তুজা
এখনও খেলার মাঠে দেখা যায়নি মাশরাফি বিন মর্তুজাকে। যদিও আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলার কথা রয়েছে এই পেস বোলারের।
প্লেয়ার ড্রাফটের ‘বি’ক্যাটাগরি থেকে নড়াইল এক্সপ্রেসকে দলে ভেড়ায় সিলেট। কিন্তু আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় তাকে বাদ দিয়ে দল গঠন করতে আল্টিমেটাম দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সিলেটের শিক্ষার্থীরা। সবকিছু মিলিয়ে আসন্ন বিপিএলে ম্যাশ খেলবেন কিনা সেটা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের একাদশ আসর। আসন্ন আসরে মাশরাফি খেলা নিয়ে নিজেদের স্পষ্ট অবস্থান জানিয়েছে সিলেট স্ট্রাইকার্স।
বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারম্যান মাহিন মাজহার জানিয়েছেন, ফিট থাকলে সিলেটের হয়ে অবশ্যই খেলতে পারেন মাশরাফি। এক্ষেত্রে মাশরাফির মতামতের ওপরই শ্রদ্ধা থাকবে সিলেটের।
মাহিন মাজহার বলেন, ‘বোর্ড মাশরাফিকে ড্রাফটে রেখেছে। সে আমাদের সঙ্গে আগের দুটি আসরে ছিল। দুই আসরেই অসাধারণ ছিল সে। ওটার কথা যদি চিন্তা করি তাকে আমাদের নিতেই হতো। আমাদের সেট-আপ টেনে নেওয়ার একটা ব্যাপার তো আছেই। ক্রিকেটে লিডার হিসেবে ওর সেন্স খুবই ভালো। সবসময়ই সে বাংলাদেশকে দিয়ে গেছে।’
মাশরাফির নেতৃত্বেই ২০২৩ বিপিএলে রানার্সআপ হয়েছিল সিলেট। সে অবদানকে স্মরণ করে তিনি বলেন, ‘বহু দিয়ে গেছে। সে হয়তো পারফর্ম করতে পারেনি কোনো কোনো সময়। কিন্তু সে তার যে ক্রিকেটিং জ্ঞান ও সেন্স সেটা দিয়ে অনেক ম্যাচ জিতিয়েছে। এখন বোর্ডের উপর অনেক কিছুই নির্ভর করে। বোর্ড তাকে ড্রাফটে রেখেছে, এখনও অন্য কোনো নির্দেশনা পাইনি। সে দলে আছে।’
প্রশ্ন থাকছে মাশরাফির ফিটনেস নিয়েও। কেননা গত বিপিএলে মাত্র পাঁচ ম্যাচ খেলে বাজে ফিটনেসের কারণে শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ান মাশরাফি। এবার কোনও ধরনের অনুশীলন ছাড়া বিপিএলে কীভাবে খেলবেন তিনি সেটা নিয়েও রয়েছে প্রশ্ন। সিলেটের কর্ণধার অবশ্য পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন। তবে মাশরাফির মতামতকেই প্রাধান্য দেয়ার কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘সে (মাশরাফি) গ্রেট প্লেয়ার, চ্যাম্পিয়ন প্লেয়ার। আমার আপনাকে প্রশ্ন যদি সে ফিট না হয় তাহলে কি তার খেলা উচিত? বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন হবে কেন? একটা ফিট প্লেয়ার অবশ্যই খেলবে। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন হওয়া উচিত না।' যোগ করেন, 'একজন ক্রিকেটারকে পারফর্ম করতে হলে ফিট হতে হবে।
মাশরাফি যদি মনে করেন তিনি ফিট, আমাদের কোচ যদি মনে করেন তিনি ফিট, তাহলে তার (মাশরাফি) মতামতে আমরা শ্রদ্ধা করব।’
শহীদ