ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

রাফিনহার নৈপুণ্যে জয়ের স্বাদ বার্সার

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২১:৪৯, ৪ ডিসেম্বর ২০২৪

রাফিনহার নৈপুণ্যে জয়ের স্বাদ বার্সার

বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় নতুন মৌসুমে উড়ন্ত সূচনার পর হঠাৎ করেই দুঃসময় ঘিরে ধরে বার্সেলোনাকে। লিগে টানা তিন ম্যাচে জয়বঞ্চিত থাকে হ্যান্সি ফ্লিকের দল। তবে মঙ্গলবার রাতে চেনা রূপে ফিরেছে কাতালান ক্লাবটি। স্প্যানিশ জায়ান্টরা ৫-১ গোলে বিধ্বস্ত করে স্বাগতিক মায়োর্কাকে। এই ম্যাচে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান সুপারস্টার রাফিনহা। এ ছাড়া বাকি তিনটি গোল করেন ফেরান তোরেস, ডি ইয়ং এবং পাও ভিক্টর। এই জয়ের ফলে ১৬ ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট নিয়ে যথারীতি টেবিলের শীর্ষে অবস্থান করছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। যেখানে দুই ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে।
জাভি হার্নান্দেজের উত্তরসূরি হিসেবে বার্সেলোনার দায়িত্ব নিয়েই দুর্দান্ত শুরু করেন হ্যান্সি ফ্লিক। কিন্তু সর্বশেষ তিন ম্যাচের দুটিতে হারের পাশাপাশি একটিতে ড্র করে যেন খেই হারিয়ে ফেলে কাতালান ক্লাবটি। এই সময়টাতে অবশ্য চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন দুর্দান্ত ফর্মে থাকা স্প্যানিশ তরুণ লামিন ইয়ামাল। দীর্ঘ এক মাস মাঠের বাইরে থাকার পর মঙ্গলবার মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেন ইয়ামাল।

×