ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

অলিম্পিয়ান আরচার সাগরকে ‘ব্লু’ প্রদান

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২১:৪৬, ৪ ডিসেম্বর ২০২৪

অলিম্পিয়ান আরচার সাগরকে ‘ব্লু’ প্রদান

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)

মঙ্গলবার সন্ধ্যায় সাভারের জিরানিতে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে ২০২৪ সালে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সম্মাননা প্রদানের উদ্দেশ্যে কৃতী প্রশিক্ষণার্থীদের বার্ষিক পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিভিন্ন প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত কৃতী প্রশিক্ষণার্থীদের মাঝে সম্মানসূচক প্রতীক, সম্মাননা সনদ ও নগদ অর্থ প্রদান করেন।

আরচারি বিভাগের সাগর ইসলামকে ২০২৪ সালের সার্বিক বিচারে সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিকেএসপি ব্লু, সম্মাননা সনদ ও বিকেএসপি  ব্লেজার প্রদান করা হয়। এ ছাড়াও অনুষ্ঠানে সাগরকে বিকেএসপির ছাত্র অবস্থায় ২০২৪ প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করায় বিকেএসপি পরিবারের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অর্থ পুরস্কার প্রদান করা হয়। অপরদিকে এ বছরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক  প্রতিযোগিতায়  চ্যাম্পিয়ন বা ব্যক্তিগত স্বর্ণপদক অর্জন করার স্বীকৃতি স্বরূপ ৮৮ জনকে  বিকেএসপি কালার, ইনসিগনিয়া  প্রতীক, অর্থ পুরস্কার, ব্লেজার ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

তারা হলেন আরচারির সাগর ইসলাম ও ফাহমিদা সুলতানা নিশা, অ্যাথলেটিক্সের তামিম হোসেন ও তাসমিয়া হোসাইন, ব্যাডমিন্টনের আব্দুল্লাহ আল সিয়াম, বাস্কেটবলের আসিব আলি, বক্সিংয়ের আবীর মাহমুদ, ক্রিকেটের মারুফ মৃধা ও মারুফা আক্তার, ফুটবলের নাজমুল হুদা ফায়সাল ও স্বপ্না রায় জিমন্যাস্টিক্সের রাফিল আহমেদ ও বনফুলি চাকমা, হকির হোজাইফা হোসেন ও অর্পিতা পাল, জুডোর মনোয়ার হোসেন, ফাবিয়া বুশরা, মোছাম্মৎ সোনিয়া, আনিকা আক্তার, কারাতের ইয়াসিন ইসলাম নাহিদ, কাবাডির আরিফুল ইসলাম, শূটিংয়ের জিদান হোসেন ও জাফিরাহ খানম চৌধুরী জ্যোতি, স্কোয়াশের সাইমুন ইসলাম, সাঁতারের মো. হোসাইন ও জুঁই আক্তার, টেবিল টেনিসের খই খই সাই  মারমা ও আবুল হাসেম হাসিব, তায়কোয়ানডোর শুভ মিয়া, টেনিসের কাব্য গায়েন ও হালিমা জাহান, ভলিবলের রাতুল আহমেদ,  ভারোত্তোলনের মো. রহিম ও উশুর আনন্দ বর্মন ও লিজা মনি।

×