বুধবার সিলেটের মালনীছড়া চা বাগানে টি২০ সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই অধিনায়ক বাংলাদেশের নিগার সুলতানা জ্যোতি ও আয়ারল্যান্ডের গ্যাবি লুইস
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রাকৃতিক সৌন্দর্য সবসময় আলাদাভাবে নজর কাড়ে। চারপাশ দিয়ে ঘিরে রেখেছে লক্কাতুরা চা-বাগান। মিরপুরে আয়ারল্যান্ডকে তিন ওয়ানডের সিরিজে হোয়াইটওয়াশের সুখস্মৃতি সঙ্গী করে টি২০ খেলতে বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন সেই ‘দুটি পাতার একটি কুঁড়ির’ দেশে।
আজ মাঠের লড়াইয়ে নামার আগে বুধবার ব্যতিক্রমী ফটোসেশনে সঙ্গী হয়েছেন দুই অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস। চা-শ্রমিকের পোশাক পরে, পিঠে ঝোলানো পাতা সংগ্রহের ঝুড়ি নিয়ে ১৭৫ বছরের পুরনো মালানীছড়া চা-বাগানে ট্রফি হাতে পোজ দিয়েছেন দুজনে। টাইগ্রেস ক্যাপ্টেন বলেছেন, ‘এটা ভিন্নভাবে নারী ক্রিকেটকে প্রমোট করবে।’ আজ প্রথম ম্যাচ শুরু দুপুর দুইটায়। পরের দুই ম্যাচ শনি ও সোমবার।
‘অবশ্যই (বিশেষ ফটোসেশন)। এর আগে ছেলেদের ক্রিকেটে চা-বাগানের ভেতর করা হয়েছে (ট্রফি নিয়ে ফটোসেশন)। এবার বিশেষ পোশাক পরে ঐতিহ্যগতভাবে হলো। কল্পনার বাইরে। এটা ভিন্নভাবে নারী ক্রিকেটকে প্রমোট করবে।’ সংবাদ সম্মেলনে বলছিলেন অধিনায়ক। ওয়ানডে সিরিজে পাত্তাই পায়নি আইরিশ মেয়েরা। ব্যক্তিগত ও দলীয় রেকর্ডের বন্যা বইয়ে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে জ্যোতির দল। টি২০ পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ, ১১ দেখায় জয় ৮ ম্যাচে।
মিরপুরের স্পিন কন্ডিশন, লো-বাউন্সি উইকেটে খেলটা আয়ারল্যান্ডের জন্য ছিল ভীষন কঠিন, সেই তুলানায় সিলেটের পিস স্পেটিং, ‘আমরা সিলেটেই বেশি খেলি। এখানের উইকেট অনেক ভালো হয়। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।’ যোগ করেন অধিনায়ক। তিনি বলেন, ‘আত্মবিশ্বাসী আছি, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। কারণ আমি চিন্তা করি আমাদের এমন একটা দল যে দলীয়ভাবে পারফর্ম করলে ম্যাচ জেতার সম্ভাবনা বেড়ে যায়। নেমেই জিতে যাব তা কিন্তু না, ভালো ক্রিকেট খেলতে হবে। প্রথমত ওয়ানডে তারা ভিন্নভাবে খেলেছে হয়বতা, কন্ডিশন ভিন্ন ছিল। সেকেন্ড ওয়ানডেতে তারা ভালো ব্যাট করেছে, তৃতীয় ম্যাচেও ভালো ব্যাট করেছে। হালকাভাবে নেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই।’
ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান করে টি২০ দলে এসেছেন শারমিন আক্তার সুপ্তা। তার ব্যাটে দেখা গেছে আগ্রাসী অ্যাপ্রোচ। যা বাংলাদেশের নারী ক্রিকেটে সচরাচর দেখা যায় না। সব মিলিয়ে খেলোয়াড় ও দলের ছন্দ নিয়ে আশাবাদী জ্যোতি, ‘অবশ্যই সিরিজ জেতার তো চিন্তা থাকবেই। এখন আমরা অন্য এক পিকে আছি। মোমেন্টাম ধরে রাখতে চাই।’