সাকিব আল হাসান
১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিব আল হাসানকে কখনো বোলিং অ্যাকশন নিয়ে বিপাকে পড়তে হয়নি। তবে চলতি বছর কাউন্টি মৌসুমে সারের হয়ে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে তার বোলিং অ্যাকশন। ইংল্যান্ডের বার্মিংহামের অদূরে লাফবরো ইউনিভার্সিটির মেডিক্যাল বিভাগের বিশেষজ্ঞদের সামনে সোমবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব। এখন তাকে অপেক্ষা করতে হবে ফলাফলের জন্য। ৯ থেকে ১২ সেপ্টেম্বর কাউন্টি ম্যাচে সমারসেটের বিপক্ষে ৬০ ওভার বল করে ৯ উইকেট নেন সাকিব।
সারে ও সমারসেটের ম্যাচে ডেভিড মিলনস ও স্টিভ ও’শফনেসি অনফিল্ড আম্পায়ার ছিলেন। তাদের রিপোর্টের ভিত্তিতেই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যদিও এই অবস্থাতেও সাকিব আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ এবং ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন। তবে ইংল্যান্ডে ইসিবির অধীন যে কোনো ম্যাচ খেলতে হলে বোলিং অ্যাকশনের ছাড়পত্র নিয়েই খেলতে হবে। ৩৭ বছর বয়সী বাঁহাতি অলরাউন্ডারকে সে কারণেই ইসিবি অনুমোদিত লাফবরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হল।
গত সেপ্টেম্বরে ভারত সফরে কানপুর টেস্টের আগে টেস্ট এবং টি২০ থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে টেস্ট থেকে আনুষ্ঠানিক বিদায় নিতে চেয়েছিলেন। কিন্তু দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আর সেটি হয়ে ওঠেনি। ফেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও অনিশ্চিত। কারণ চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের স্কোয়াডেও রাখা হয়নি তাকে। দেশের জার্সিতে হয়তো আর দেখা যাবে না তাকে।