ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

ফরহাদ রেজার বিদায়

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:১৪, ৪ ডিসেম্বর ২০২৪

ফরহাদ রেজার বিদায়

ফরহাদ রেজাকে বিদায়ী উপহার দিচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক মিনহাজুল আবেদিন নান্ন

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শেষ হয়ে গেছে মঙ্গলবার। এবার লঙ্গার ভার্সন এই আসর থেকেই প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ইমরুল কায়েস, ফরহাদ হোসেন এবং ফরহাদ রেজা। সবার পর বিদায় নিলেন রাজশাহীর ফরহাদ রেজা। তিনি উভয় ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ৭ ও ০ রান করে। বোলিং করেননি। সতীর্থরা আগেই তাকে গার্ড অব অনার দিয়েছেন।

আর মঙ্গলবার তিনি পেয়েছেন সতীর্থদের স্বাক্ষরিত ব্যাট, জার্সি ও বিসিবি থেকে ক্রেস্ট। তিনি ব্যর্থ হলেও আগেই শিরোপা নিশ্চিত করা সিলেট বিভাগকে ৫৪ রানে হারিয়েছে ফরহাদের দল রাজশাহী। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরহাদের এই বিদায়ী ম্যাচে সিলেটকে ট্রফি তুলে দেওয়া হয়। 
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে স্বাগতিক খুলনা ও রংপুরের ম্যাচ ড্র হয়েছে। বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে ঢাকাকে ১২২ রানে হারিয়েছে বরিশাল। ২২১ রানের টার্গেটে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় ঢাকার দ্বিতীয় ইনিংস। পেসার রুবেল মিয়া ২৮ রানে ৬ উইকেট নেন। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ঢাকা মেট্রো ৫ উইকেটে চট্টগ্রামকে হারিয়েছে। মাত্র ২৯.৫ ওভারে ৫ উইকেটে ১৪১ রান তুলে জয় ছিনিয়ে নেয় তারা।

এর আগে মেট্রোর আরিফ আহমেদ ৫ উইকেট নিলে চট্টগ্রামের দ্বিতীয় ইনিংস ২৪৬ রানে থামে। এনসিএল শেষে আসরের সেরা খেলোয়াড় হয়েছেন সিলেটের ব্যাটার অমিত হাসান। তিনি এই আসরে ১২ ইনিংসে ২ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে সর্বাধিক ৭৮৫ রান করেছেন। ঢাকার পেসার এনামুল হক সর্বাধিক ৩৬ উইকেট নিয়েছেন।

×