ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

ফেডারেশন কাপ ফুটবল

ব্রাদার্সকে হারিয়ে কিংসের শুভসূচনা

প্রকাশিত: ১৯:১৯, ৩ ডিসেম্বর ২০২৪

ব্রাদার্সকে হারিয়ে কিংসের শুভসূচনা

ব্রাদার্সকে হারাতে বেশ ঘাম ঝরাতে হয়েছে বসুন্ধরা কিংসকে

গত মৌসুমে স্মরণীয় ট্রেবল জয় হয়েছে। নতুন মৌসুমেও একই লক্ষ্য। কদিন আগেই চ্যালেঞ্জ কাপ জিতে প্রথম শিরোপা জেতার কাজ সারা। এবার  ফেডারেশন কাপ ফুটবলের শিরোপাটাও নিজেদের করে নেয়া। সেই লক্ষ্যে মঙ্গলবার ঘাম ঝরানো ও স্বস্তির জয় দিয়ে শুভসূচনা করেছে দেশীয় ফুটবলের নতুন শক্তি বসুন্ধরা কিংস।

 

 

ফেডারেশন কাপের আসর মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এদিন কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এ-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে কিংস (এই আসরের বর্তমান শিরোপাধারীও তারা)। জয়ী দলের তপু বর্মণ জয়সূচক গোল করার পাশাপাশি ম্যাচের সেরা খেলোয়াড়েরও পুরস্কার লাভ করেন। একইদিনে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে একই গ্রুপের অন্য ম্যাচে বাংলাদেশ  পুলিশ ফুটবল ক্লাব গোলশূন্য (০-০) ড্র করে ফর্টিস ফুটবল ক্লাবের সঙ্গে।

৩ পয়েন্ট পেয়ে এ-গ্রুপের শীর্ষে থেকেই টুর্নামেন্ট শুরু করল কিংস। পক্ষান্তরে পুলিশ ও ফর্টিসের সংগ্রহ ১ পয়েন্ট। আর ব্রাদার্স পয়েন্টহীন।

কিংস-ব্রাদার্স ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। অবশেষে ৬৯ মিনিটে গোল করে এগিয়ে যায় কিংস।  বা প্রান্ত থেকে মিগেল দামাসেনোর বা পায়ের ক্রস বক্সে মিস করেন শেখ মোরসালিন। তারপরও আচমকাই দৌড়ে এসে ডান পোস্টের কাছ থেকে দর্শনীয় হেডে ব্রাদার্সের জালে বল জড়ান কিংস ডিফেন্ডার তপু বর্মণ (১-০)। শেষ পর্যন্ত এই গোলেই জয় পেয়ে মানরক্ষা হয় বসুন্ধরার। 


এর আগে-পরে গোল করার অসংখ্য সুযোগ পায় কিংস। কিন্তু ব্রাদার্স গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তায় সেই সঙ্গে কিংসের ফরোয়ার্ডদের ফিনিশিংয়ের ব্যর্থতায় সেগুলো গোলে পরিণত হতে পারেনি। একসময় তো মনে হচ্ছিল ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’ খ্যাত গোপীবাগের দল ব্রাদার্স হয়তো কিংসের কাছ থেকে পয়েন্ট কেড়ে নিতে যাচ্ছে। কিন্তু ৬৯ মিনিটে ভাগ্য সহায় হয় কিংসের। কাঙ্খিত গোলের সন্ধান পায় তারা। 
এর আগে ফেডারেশন কাপে কিংস তিনবার চ্যাম্পিয়ন হয়েছে (২০১৯, ২০২০ ও ২০২৩)। একবার হয়েছে রানার্সআপ (২০১৮)। 

রুমেল খান/ফুয়াদ

×