নাহিদ রানা, ছবি: সংগৃহীত
কিংস্টনের স্যাবিনা পার্কে দ্বিতীয় টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগুনঝরা বোলিং করেছেন টাইগার পেসার নাহিদ রানা । তার বোলিংয়ের জন্যই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ।
টেস্টের তৃতীয় দিনে টাইগার পেসার নাহিদ রানার সেরা বোলিংয়ের কারণে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়েও শক্ত অবস্থানে রয়েছে টাইগাররা।
প্রথম ইনিংসে ১ উইকেটে ৭০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে বাংলাদেশের পেসারদের দারুণ বোলিংয়ে তারা আর মাত্র ৭৬ রান যোগ করতেই অলআউট হয়ে যায়। নাহিদ রানা তুলে নেন ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট, যা ছিল তার ক্যারিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স। তাকে সহায়তা করেন হাসান মাহমুদ, যিনি নেন ২টি উইকেট।
দলের জন্য এমন গুরুত্বপূর্ণ অবদান রেখে দারুণ খুশি নাহিদ রানা। বোলিংয়ের রহস্য সম্পর্কে তিনি বলেন, "প্রথমত আলহামদুলিল্লাহ, প্রথমবার পাঁচ উইকেট পেয়েছি। খুব বেশি কিছু ট্রাই করিনি, শুধু চেষ্টা করেছি ব্যাটসম্যানকে জায়গা না দিয়ে লাইন টু লাইন বোলিং করা। পরিস্থিতি অনুযায়ী ব্যাটসম্যানকে চাপে রাখার চেষ্টাই করেছি।"
প্রথম ইনিংসে টাইগাররা তুলেছিল ২৩৪ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইতোমধ্যেই ভালো অবস্থানে রয়েছে। ম্যাচের বাকি সময়টুকুতে দল ধারাবাহিকতা ধরে রাখতে পারলে কিংস্টন টেস্টে দারুণ এক জয় তুলে নেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ।
এই টেস্টে নাহিদ রানার পারফরম্যান্স যেন বাংলাদেশের পেস আক্রমণে নতুন এক দিক উন্মোচন করেছে।আর তাই তো, তার এই বোলিং বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে থাকবে।
আশিকুর রহমান