ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

ক্রাইস্টচার্চ টেস্টে ১০ উইকেট নিয়ে কার্সের কীর্তি, শচীনকে ছাড়িয়ে রুট

কিউইদের গুঁড়িয়ে এগিয়ে ইংলিশরা

শাকিল আহমেদ মিরাজ

প্রকাশিত: ২৩:৩৭, ১ ডিসেম্বর ২০২৪

কিউইদের গুঁড়িয়ে এগিয়ে ইংলিশরা

ম্যাচসেরা ইংলিশ পেসার ব্রাইডন কার্সকে ঘিরে সতীর্থদের উল্লাস, রবিবার ক্রাইস্টচাচে

ক্রাইস্টচার্চ টেস্টের ভাগ্য অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেরদিনই। রবিবার চতুর্থ দিনে সহজেই আনুষ্ঠানিকতা সেরে নিয়েছে ইংল্যান্ড। ৮ উইকেটের জয়ের পথে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বেন স্টোকসের দল। ১২.৪ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১০৪ রান তুলে নেয় ইংলিশরা। ৩৭ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন জ্যাকব বেথেল। রুট ১৫ বলে ২৩। এর মধ্য দিয়ে ক্যারিয়ারে চতুর্থ ইনিংসে সর্বাধিক রানের রেকর্ডে শচীন টেন্ডুলকরকে পেছনে ফেলেন তিনি। প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ ছিল ৪৯৯। নিউজিল্যান্ড ৩৪৮ ও ২৫৪। ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা ব্রাইডন কার্স।
প্রথম ইনিংসে ৬৪ রানে ৪ উইকেট নেওয়া কার্স এবার ৪২ রান দিয়ে শিকার ৬ উইকেট। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নামা ডানহাতি পেসার ম্যাচে ১০ উইকেট নিলেন ১০৬ রানের বিনিময়ে। সেই ২০০৮ সালের মার্চে রায়ান সাইডবটমের পর দেশের বাইরে ১০ উইকেটের স্বাদ পেলেন ইংল্যান্ডের কোনো পেসার। ১৬ বছর আগে সাইডবটমের কীর্তি ছিল নিউজিল্যান্ডেই, হ্যামিল্টনে।  হ্যাগলি ওভালে রবিবার নিউজিল্যান্ড দিন শুরু করে ৬ উইকেটে ১৫৫ রান নিয়ে। স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৫৪ রানে। একার লড়াইয়ে ৮৪ রান করেন ড্যারিল মিচেল।

রান তাড়ায় ইংল্যান্ড দ্রুতই হারায় জ্যাক ক্রলিকে (১)। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ টেস্ট খেলে তার গড় এখন ৯.৮৮। ১৭ ইনিংসে তিনি ১২ বারই আউট হলেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। আরেক ওপেনার বেন ডাকেট ১৮ বলে ২৭ করে আউট হয়ে যান। এর পর ৩৪ বলে ৪৯ রানের জুটিতে কাজ শেষ করেন বেথেল ও জো রুট। বেথেলকে তিনে খেলানো নিয়ে ইংল্যান্ডে সমালোচনা হয়েছে প্রচুর। ৩৭ বলের অপরাজিত ফিফটিতে কিছুটা জবাব তিনি দিতে পারলেন। দেড়শ’তম টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা রুট এবার ১৫ বলে অপরাজিত ২৩ রান করে।
এই ইনিংসের পথেই তিনি পেছনে ফেলেন গ্রেট শচীনকে। ম্যাচের শেষ ইনিংসে টেস্ট ইতিহাসের সবচেয়ে বেশি রান এখন রুটের। ৬০ ইনিংসে ১৬২৫ রান করে এই রেকর্ডের শীর্ষে ছিলেন শচীন। ১১ ইনিংস কম খেলে তাকে টপকে গেলেন রুট। ইংলিশ গ্রেটের রান এখন ১৬৩০। চতুর্থ ইনিংসে রুটের সেঞ্চুরি দুটি, শচীনের তিনটি। তবে ব্যাটিং গড় রুটের ৪১.৭৯, শচীনের ৩৬.৯৩। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড যৌথভাবে ইউনুস খান ও কেন উইলিয়ামসনের। দুজনের সেঞ্চুরি ৫টি করে। ওয়েলিংটনে শুক্রবার শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট।

×