ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

তারুণ্যের উৎসবে বিপিএলের মাস্কট উন্মোচন

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:৩৪, ১ ডিসেম্বর ২০২৪

তারুণ্যের উৎসবে বিপিএলের মাস্কট উন্মোচন

রাজধানীতে তারুণ্যের উৎসবে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরামর্শ ও ধ্যান-ধারণার কিছু প্রতিফলন এবং নতুন কিছু চিন্তা-ভাবনা নিয়ে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি২০ আয়োজনের পদক্ষেপ নিয়েছে বিসিবি। তারই একটি অংশ হিসেবে প্রথমবার বিপিএলে থাকছে মাস্কট। ‘ডানা ৩৬’ নামে এই মাস্কটের আনুষ্ঠানিক উন্মোচন হয়েছে রবিবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে। বিপিএল আয়োজনে বিসিবির সঙ্গে একত্রে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সম্মিলিত ব্যবস্থাপনায় ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫’ এবং ‘তারুণ্যের উৎসব ২০২৫’ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে আগেই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই আয়োজনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়ালসহ বিসিবির অন্যান্য পরিচালক। ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, জাহানারা আলম, সালমা খাতুন ও  নিগার সুলতানা জ্যোতি উপস্থিত ছিলেন। এ ছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।
৩০ ডিসেম্বর মাঠে গড়াবে এবারের বিপিএল। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিন  ভেন্যু নিয়ে আসরের সূচিও চূড়ান্ত। সেই বিপিএল উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে নেই  দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার বিষয়ে মাস্কট উন্মোচনের অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি ফারুক বলেছেন, এখনো আমাদের লিস্টে আছে। কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি লিগে  খেলা আর দেশের হয়ে  খেলা এক জিনিস নয়। আমার মনে হয় খুব একটা মানসিকভাবে প্রস্তুত নয় সাকিব  দেশের হয়ে  খেলার জন্য। সাকিব না থাকলেও নারী ও পুরুষ কয়েক ক্রিকেটারকে নিয়েই বিপিএলের মাস্কট উন্মোচন হয়েছে। এর আগে প্রদর্শন করা হয় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের সম্মানে নির্মিত প্রমাণ্য চিত্র ‘জুলাই-অনির্বাণ’।

বিপিএলের অফিসিয়াল এই মাস্কটের নাম ‘ডানা ৩৬’ রাখা হয়েছে। যার গড়ন, ব্যবহৃত রং ও অঙ্গভঙ্গি উপস্থাপন করে স্বাধীনতা, শান্তি, মুক্তি, তারুণ্য, প্রাণবন্ততা, উৎসব এবং সীমাহীন সম্ভাবনাকে। এখানে ‘ডানা’ শব্দটি ‘পাখা’ অর্থে ব্যবহৃত হয়েছে, যা স্বাধীনতা ও মুক্তির প্রতীক। ডানা বা পাখা প্রসারিত করা একটি ‘সাদা পায়রা’ যা শান্তির প্রতীক এবং প্রতিপাশে ১৮টি করে  মোট ৩৬টি রঙিন পালক উপস্থাপন করে ৩৬  শে জুলাই ২০২৪ (৫ আগস্ট) পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিকে, যা প্রতিটি স্বপ্নবাজ, উদ্যমী, অপ্রতিরোধ্য তরুণকে নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা  যোগায়। ডানা’র স্বপ্নময়  চোখ ও উজ্জ্বল হাসিতে ছড়িয়ে আছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আনন্দ এবং ক্রিকেট মাঠের অফুরন্ত সম্ভাবনা। 
মাস্কট উন্মোচনের আগে বিসিবি সভাপতি ফারুক জানিয়েছেন বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৩ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এ ছাড়া ২৫ ডিসেম্বর চট্টগ্রামের এমএ আজিজ  স্টেডিয়ামে এবং ২৭ ডিসেম্বর সিলেট  জেলা  স্টেডিয়ামে হবে অনুষ্ঠান। বিশ্ব ক্রিকেটে গ্রহণযোগ্যতা  তৈরির লক্ষ্যে এবারের আসরে ডিজিটাল টিকেটিং, গ্যালারিতে দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা, উন্নত সব প্রযুক্তি, অভিজ্ঞ  দেশী-বিদেশী আম্পায়ার এবং উদ্বোধনীতে বিশেষ চমক থাকবে বলে জানিয়েছেন তিনি।

×