ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রাহায়ণ ১৪৩১

দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার গ্রেপ্তার

প্রকাশিত: ১৩:১০, ৩০ নভেম্বর ২০২৪

দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার গ্রেপ্তার

গ্রেপ্তারদের দুই ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকার সাবেক তিন ক্রিকেটারকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল আইন-২০০৪ এর ১৫ ধারায় এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগগুলো আনা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।

গ্রেপ্তার ক্রিকেটাররা হলেন- পেসার লনওয়াবো সৎসবে, উইকেটরক্ষক ব্যাটার থামি সলেকিলে ও মিডিয়াম পেসার ইথি এমবালাতি।

দক্ষিণ আফ্রিকা পুলিশের বিশেষ শাখা ডিপিসিআইয়ের (ডিরেক্টরেট ফর প্রায়োরিটি ক্রাইম ইনভেস্টিগেশন) তদন্তের পরিপ্রেক্ষিতে তিন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

স্থানীয় সময় শুক্রবার (২৯ নভেম্বর) ডিপিসিআইয়ের ন্যাশনাল হেড লেফটেন্যান্ট জেনারেল গডফ্রে লেবেয়া বলেন, ‘দুর্নীতি খেলাধুলার অখণ্ডতাকে ক্ষুণ্ন করে এবং ডিপিসিআই সমাজের সব ক্ষেত্রে ন্যায্যতা ও পেশাদারত্বের মূল্যবোধ রক্ষা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আমরা ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে তাদের সহযোগিতা ও প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানাই।’

এর আগে, ২০১৫-২০১৬ মৌসুমে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট রাম স্লাম চ্যালেঞ্জে ম্যাচ ফিক্সিং চেষ্টার অপরাধে সাত ক্রিকেটারকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। গ্রেপ্তারকৃত তিন ক্রিকেটারও ওই তালিকায় ছিলেন।

আগের ৭ ক্রিকেটারের মধ্যে বাঁহাতি ব্যাটার গুলাম বোদি প্রথম কারাভোগ করেছিলেন। এছাড়া অভিযোগ স্বীকার করে বরখাস্ত হয়েছিলেন জন সিমেস ও পুমি ম্যাটসিকুয়ে। সর্বশেষ ছিলেন সাবেক প্রোটিয়া ওপেনার আলভিরো পিটারসন, যার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এম হাসান

×