ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এএস ট্রফিতে লাকি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার এবং ইয়ং একাদশের মধ্যে মুখোমুখি ম্যাচে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বুধবার (২৭ নভেম্বর) মহারাষ্ট্রের অরঙ্গাবাদের গারওয়ার স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামেন লাকি বিল্ডার্সের অধিনায়ক ইমরান প্যাটেল। ষষ্ঠ ওভারের শেষ দুই বলে পরপর দুটি চারে দলকে ৪৫ রানে নিয়ে যান ওপেনার প্যাটেল।
কিন্তু সেই মুহূর্তেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। টানা দুটি চার মারার পর মাঠের বাইরে থাকা সতীর্থরা যখন উচ্ছ্বসিত, তখনই প্যাটেল অসুস্থতা অনুভব করেন। তিনি আম্পায়ারকে জানান, তার ঘাড় ও হাতে ব্যথা করছে এবং ওষুধ নেওয়ার জন্য মাঠের বাইরে যাওয়ার অনুমতি চান। আম্পায়ার তাকে অনুমতি দেওয়ার পাশাপাশি দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শও দেন।
তবে মাঠ ছাড়ার সময় বাউন্ডারির কাছে পৌঁছেই হঠাৎ লুটিয়ে পড়েন প্যাটেল। সঙ্গে সঙ্গে অন্যান্য খেলোয়াড়রা তাকে সাহায্যের জন্য ছুটে আসেন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের চেষ্টায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। উদীয়মান এই ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সবাইকে।
প্যাটেলের মৃত্যুর কারণে ম্যাচ স্থগিত করা হয়। স্কোরকার্ডে তার নামের পাশে এখনও লেখা আছে ১৮ বলে ৩টি চারের সাহায্যে অপরাজিত ২২ রান।
নাহিদা