ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

১৫ বছর পর লিভারপুলে ধরাশায়ী রিয়াল

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২১:৩৮, ২৮ নভেম্বর ২০২৪

১৫ বছর পর লিভারপুলে ধরাশায়ী রিয়াল

অ্যানফিল্ডে রিয়ালের জালে প্রথম গোল করার পর লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের (সামনে) বাঁধভাঙা উচ্ছ্বাস

ইংলিশ প্রিমিয়ার লিগের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও উড়ছে লিভারপুল। ইউরোপ সেরার টুর্নামেন্টে বুধবার আর্নে স্লটের শিষ্যরা ২-০ গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদকে। সেইসঙ্গে দীর্ঘ ১৫ বছর পর স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে জয় তুলে নিল অলরেডরা। নিজেদের মাঠ অ্যানফিল্ডে এদিন লিভারপুলের হয়ে গোল দুটি করেন কোডি গ্যাকপো এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে ম্যাচে ফেরার সুযোগ পেয়েও এদিন পেনাল্টি মিস করে খলনায়ক বনে গেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে।

পেনাল্টি মিস করলেও দল জেতায় রক্ষা পেয়েছেন অলরেডদের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের পরাজিত করে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত অপরাজিত লিভারপুল। সেইসঙ্গে একমাত্র দল হিসেবে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা অলরেডরা সবার আগে শেষ ষোলোর টিকিটও নিশ্চিত করে ফেলেছে। 
তবে সময়টা ভালো কাটছে না উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। চলতি মৌসুমের প্রথম ৫ ম্যাচে রিয়াল মাদ্রিদের জয় মাত্র দুটিতে। বাকি তিন ম্যাচে হেরে টেবিলের ২৪ নম্বরে ছিটকে গেছে কার্লো আনচেলত্তির দল। সর্বশেষ এসি মিলানের কাছে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতার স্বাদ পাওয়া রিয়াল মাদ্রিদের সামনে বুধবার ছিল স্বরূপে ফেরার চ্যালেঞ্জ। কিন্তু সেই পরীক্ষায় পুরোপুরি ব্যর্থ এমবাপে-বেলিংহ্যামরা। কেননা অ্যানফিল্ডে এদিন ম্যাচের শুরু থেকেই রিয়ালের ওপর চাপ তৈরি করে খেলতে থাকে লিভারপুল।

একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধে গোল পায়নি স্বাগতিক শিবির। অন্যদিকে প্রতিপক্ষের মাঠে এই সময়ে রিয়াল মাদ্রিদও গোলের খাতা খুলতে ব্যর্থ হয়। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। তবে দ্বিতীয়ার্ধে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি গোলের জন্য। ৫২ মিনিটেই গোল করে লিভারপুলকে প্রথম এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। 
এরপর ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। ৫৯ মিনিটে লিভারপুলের রবার্টসন লুকাস ভাজকুয়েজকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। কিন্তু কিলিয়ান এমবাপের দুর্বল শট ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক কেলেহার। তাতেই যেন কপাল পুড়ে সফরকারীদের। ম্যাচের ৬৯ মিনিটে পেনাল্টি পায় লিভারপুল। এবার গোলের বাইরে বল উড়িয়ে দেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। তবে দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে দ্বিতীয় গোল করে লিভারপুলের জয় সুনিশ্চিত করেন ডাচ তারকা কোডি গ্যাকপো।

রবার্টসনের ক্রসে জোরালো হেডে বল জালে জড়ান তিনি। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল মাদ্রিদ। অন্যদিকে পাঁচ ম্যাচের সবটিতেই জয়ের রেকর্ড গড়ে লিভারপুল। সেইসঙ্গে জার্গেন ক্লপ যা করতে পারেননি তাই করে দেখালেন নতুন কোচ আর্নে স্লট। ২০০৯ সালের পর প্রথমবার রিয়ালের বিপক্ষে জয় পেল অলরেডরা। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে লিভারপুল। মাত্র ৬ পয়েন্ট নিয়ে ২৪ নম্বর স্থানে নেমে গেল রিয়াল।

×