ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

সাকিব-তামিমের জার্সি নম্বর সংরক্ষণের প্রস্তাব

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০০:৪০, ২৮ নভেম্বর ২০২৪

সাকিব-তামিমের জার্সি নম্বর সংরক্ষণের প্রস্তাব

সাকিব-তামিম

বাংলাদেশের ক্রিকেট থেকে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন প্রায় এক বছর হলো। মাশরাফী বিন মোর্ত্তজা বিদায় নিয়েছেন ২০২০ সালে। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম ইতিমধ্যেই কোনো না কোনো সংস্করণ থেকে অবসর নিয়েছেন।  

৩৫ পেরোনো এই পঞ্চপাণ্ডবদের সময় আর বেশিদিন নেই। এদের অনন্য অর্জনগুলো স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হান্নান সরকার দিয়েছেন এক অভিনব প্রস্তাব। নিজের ফেসবুক প্রোফাইলে পাঁচ মিনিট ৩৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে তিনি।
 
সেই ভিডিওতে তিনি বলেছেন, 'সাকিব-তামিমদের অর্জনকে মূল্যায়ন করতে তাদের জার্সি নম্বরগুলো চিরস্থায়ীভাবে সংরক্ষণ করা যায় কি না এটা নিয়ে চিন্তা করা উচিত। নতুন কোনো ক্রিকেটারকে তাদের জার্সি নম্বর না দিয়ে এই নম্বরগুলো স্মারক হিসেবে রেখে দেওয়া যেতে পারে।'  

মাশরাফী, সাকিব, তামিম, মাহমুদউল্লাহ এবং মুশফিকের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট পেয়েছে অনেক স্মরণীয় জয়। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল এবং ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে যাওয়া ছিল বাংলাদেশের ইতিহাসে বড় সাফল্য। এশিয়া কাপে তিনবার রানার্সআপ হওয়ার কৃতিত্বও এসেছে তাদের নেতৃত্বে।  
 
ব্যক্তিগতভাবে এদের অর্জন আরও বিশাল। সাকিব আল হাসান বহুবার হয়েছেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। তামিম ইকবাল ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। মুশফিক, রিয়াদ এবং মাশরাফী প্রত্যেকেই তাদের নিজ নিজ ভূমিকা দিয়ে দেশকে গৌরবান্বিত করেছেন।  

তরুণ ক্রিকেটারদের মধ্যে এই পঞ্চপাণ্ডবদের প্রভাব নিয়ে হান্নান সরকার বলেন, 'অনেক তরুণ খেলোয়াড় সাকিব-তামিম-মাশরাফীদের দেখে বড় হয়েছে। তাদের জার্সি নম্বর পরে খেলার স্বপ্ন দেখেছে। মাশরাফীর ২ নম্বর, তামিমের ২৮, সাকিবের ৭৫এই সংখ্যাগুলো শুধু নম্বর নয়, আমাদের ক্রিকেট ইতিহাসের প্রতীক।'  
 
এই পঞ্চপাণ্ডবদের জার্সি নম্বর ভবিষ্যতে আর কাউকে না দেওয়ার প্রস্তাবটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। এটি ক্রিকেটারদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি নতুন প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে। হান্নান সরকারের এই প্রস্তাব ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই প্রস্তাব নিয়ে কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়।

শহিদ

×