ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

তিন গোলে এগিয়ে থেকেও সিটির ড্র

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২১:৩৯, ২৭ নভেম্বর ২০২৪

তিন গোলে এগিয়ে থেকেও সিটির ড্র

হতাশ ম্যানসিটি অধিনায়ক কেভিন ডি ব্রুইন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গোলোৎসব করেছে ফেভারিটরা। মঙ্গলবার গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, আর্সেনাল এবং আটালান্টার মতো দলগুলো বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে। রবার্ট লেভানডোস্কির জোড়া গোলের সৌজন্যে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ৩-০ ব্যবধানে হারিয়েছে ব্রেস্টকে। স্পেনের আরেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ দিনের সবচেয়ে বড় ব্যবধানের জয়টা পেয়েছে। ডিয়েগো সিমিওনের শিষ্যরা এদিন ৬-০ গোলে বিধ্বস্ত করেছে স্পার্তা প্রাগকে। জার্মান বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেনও ৫-০ গোলে পরাজিত করেছে রেড বুল সালসবার্গকে। ইংলিশ জায়ান্ট আর্সেনাল ৫-১ গোলে স্পোর্টিং সিপিকে এবং আটালান্টা ৬-১ ব্যবধানে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে ইয়ং বয়েজকে। 
ইতালিয়ান সিরি’এ লিগের চ্যাম্পিয়ন ইন্টার মিলান ১-০ গোলে খুব কষ্টে পরাজিত করেছে আরবি লিপজিগকে। একই ব্যবধানে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখও পরাজিত করেছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইকে। ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে এসি মিলান অবশ্য ৩-২ ব্যবধানে স্লোভান ব্রাতিস্লাভাকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। টানা দুই ম্যাচে জয়বঞ্চিত বার্সেলোনা নিজেদের মাঠে মঙ্গলবার ব্রেস্টকে আতিথ্য দেয়। শেষ পর্যন্ত এদিন সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল।

ম্যাচ শুরুর ১০ মিনিটেই পেনাল্টি থেকে বার্সেলোনাকে প্রথম এগিয়ে দেন রবার্ট লেভানডোস্কি। সেইসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে ১০০তম গোলেরও মাইলফলক স্পর্শ করেন কাতালানদের এই পোলিশ স্ট্রাইকার। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দানি ওলমো। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় এবং বার্সেলোনার তৃতীয় গোলটি করেন লেভানডোস্কি। এই জয়ের ফলে ৫ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে বার্সেলোনা। 
এদিকে প্রাগের বিপক্ষে ৬-০ গোলে জেতা অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দুটি করে গোল করেন জুলিয়ান আলভারেজ এবং অ্যাঞ্জেল কোরিয়া। এ ছাড়া বাকি দুটি গোল করেন যথাক্রমে মার্র্কোস লিওরেন্তে এবং অ্যান্থনি গ্রিজম্যান। স্পোর্টিং সিপির মাঠ থেকে ৫-১ ব্যবধানে জয় নিয়ে বাড়ি ফেরা ইংলিশ জায়ান্ট আর্সেনালের হয়ে গোল করেন ভিন্ন ভিন্ন পাঁচজন। এদিন বাড়তি নজর ছিল লিগ চ্যাম্পিনয় ম্যানচেস্টার সিটির ম্যাচেও। কিন্তু দুর্ভাগ্য এদিন ফেইনুর্ডের সঙ্গেও ড্র করেছে তারা। ইত্তিহাদে হালান্ডের জোড়া গোলের সৌজন্যে ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর জয় উপহার দিতে পারেনি স্বাগতিক সর্মথকদের।

×