ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় মিরাজের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২১:৩৬, ২৭ নভেম্বর ২০২৪

দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় মিরাজের

মেহেদি হাসান মিরাজ

অ্যান্টিগায় বাংলাদেশের ইতিহাস পাল্টেনি। আবারও হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০১ রানে সিরিজের প্রথম টেস্টে হেরে পিছিয়ে পড়েছে ১-০ ব্যবধানে। এমন পরাজয়ের পেছনে মূলত ব্যাটারদের ব্যর্থতাই দায়ী। ব্যাটারদের যে ভুল হয়েছে তা শুধরে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তিনি মনে করেন অ্যান্টিগা টেস্টে বোলাররা দুর্দান্ত পারফর্ম করেছেন। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশের পক্ষে আসেনি ফল। জ্যামাইকার কিংস্টনে ৩০ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে। সেই ম্যাচে ভালো করতে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে করণীয় স্থির করতে চান। অ্যান্টিগা টেস্টে হারের পর এসব কথা বলেন মিরাজ।
অ্যান্টিগায় ৯ উইকেটে ২৬৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আর দ্বিতীয় ইনিংসে ১৩২ রানে থামে। শেষ পর্যন্ত বড় পরাজয়ের পর মিরাজ বলেছেন, ‘ম্যাচটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। যেভাবে খেলা উচিত ছিল ব্যাটাররা হিসেবে সেভাবে খেলতে পারিনি। বোলাররা খুবই ভালো করেছে। কিছু জায়গায় আরও ভালো করা যেত। বড় পার্টনারশিপ হয়নি। অল্প অল্প পার্টনারশিপ হয়েছে ৩০, ৪০, ৫০ রানের। ১০০-১২০ রানের পার্টনারশিপ হলে অন্যরকম খেলা হতো। তাসকিন ৬ উইকেট পেলেও তাদের (ওয়েস্ট ইন্ডিজ) মধ্যে ভালো জুটি ছিল। ১৪০ রানের পার্টনারশিপই ছিল টার্নিং পয়েন্ট। এই ঘাটতিগুলো ঠিক করলে ভালো হবে।’ দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লড়াই এবং সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ।

জ্যামাইকাতে সেই ম্যাচের বিষয়ে মিরাজ বলেছেন, ‘পরের ম্যাচে চেষ্টা করব উন্নতি করে নতুন করে আসার জন্য। জ্যামাইকাতে নতুন কন্ডিশন, নতুন পিচ। পিচ ও কন্ডিশন দেখে একাদশ সাজানোর চেষ্টা করব। ভুলগুলো কোথায় করেছি এসব নিয়ে কাজ করার চেষ্টা করব।’ সেই কাজগুলোর বিষয় নিয়েও মিরাজ বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। আমাদের আক্রমণে ভালো পেসার আছে, তারা সত্যিই ভালো বোলিং করে। এই কন্ডিশনে আমাদের কিছু ভালো স্পিনারও আছে। এই টেস্টে আমরা দুই ইনিংসেই ভালো ব্যাট করতে পারিনি। পরের ম্যাচের আগে আমাদের শক্তিশালী হয়ে ফিরে আসার ভালো সুযোগ আছে।’

×