ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

জাতীয় লিগে সিলেটের প্রথম শিরোপা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:১৭, ২৭ নভেম্বর ২০২৪

জাতীয় লিগে সিলেটের প্রথম শিরোপা

প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া সিলেটের ক্রিকেটারদের উল্লাস, মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে

দীর্ঘ ২৫ বছর ধরে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলে আসছে সিলেট বিভাগ। কিন্তু কখনোই শিরোপা জেতা হয়নি, উল্টো বেশিরভাগ সময় দ্বিতীয় স্থরের দল হয়েই থাকতে হয়েছে। অবশেষে অপেক্ষার অবসান হলো। বরিশাল বিভাগকে ৫ উইকেটে হারিয়ে লিগের চতুর্থ জয় তুলে নিয়েছে অমিত হাসানের দল। তাতে প্রথমবারের মতো প্রথম শ্রেণির ঘরোয়া লিগের শিরোপা ঘরে তুলল সিলেট বিভাগ। ৬ খেলায় সিলেটের পয়েন্ট ৩৭। রাজশাহী বিভাগের সঙ্গে আরও একটি ম্যাচ বাকি। ওই ম্যাচ হারলেও ৩৭ পয়েন্ট ছুঁতে পারবে না প্রতিদ্বন্দ্বী কোন দল। 
ষষ্ঠ রাউন্ডের ম্যাচে বরিশাল বিভাগকে হারিয়ে উৎসবে মাতেন অমিত হাসান, ইবাদত হোসেন, খালেদ আহমেদরা। জিতলেই শিরোপা প্রায় নিশ্চিত, দরকার ছিল ঢাকা মেট্রো-রংপুর বিভাগ যেন ড্র হয়। শেষ দিনে এই ম্যাচটি ড্র হলে এক রাউন্ড বাকি থাকতেই শিরোপা নিশ্চিত হয়ে যায় সিলেটের। নিজেদের মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ১০৫ রানের লক্ষ্য নেমে প্রথম সেশনে ২৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে সিলেট। তবে ২৭ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল।

চতুর্থ উইকেটে অধিনায়ক অমিত হাসান ও নাসুম আহমেদ মিলে ৭৭ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছেন। নাসুম ৫২ বলে ৪৪ রানে আউট হওয়ার পর আব্দুল্লাহ আল গালিব রানের খাতা না খুলেই আউট হয়েছেন। জয় থেকে ১ রান দূরে থাকতে দুই ব্যাটার আউট হলে ৫ উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিক সিলেট। প্রথম ইনিংসে বরিশাল ৩০৪ রানের জবাবে ৩৪২ রান করে সিলেট। সোমবার তৃতীয় দিনে খালেদ-নাসুমরা মিলে বরিশালকে থামান ১৪২ রানে।  
ফলে জয়ের জন্য শেষ দিনে টার্গেট দাঁড়ায় ১০৫ রান। দুই ইনিংসে ৪ উইকেট ও ৬৪ রান করে ম্যাচসেরা সিলেটের তোফায়েল। এনসিএলের এটি ২৬তম আসর। এর মধ্যে সর্বোচ্চ সাতবার করে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ও খুলনা বিভাগ।

×