৬ ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝরিয়েছে অতিথি আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল
আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। সেই আসরে সরাসরি খেলার জন্য বড় পরীক্ষার সামনে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চলমান উইমেন্স চ্যাম্পিয়নশিপে আর ৬ ম্যাচ বাকি, সব জিততে পারলেই শুধু সরাসরি বিশ^কাপ মঞ্চে যেতে পারবে বাংলাদেশের মেয়েরা। ঘরের মাঠে প্রথম চ্যালেঞ্জ আজ থেকে শুরু হচ্ছে নিগার সুলতানা জ্যোতিদের। আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। এই সিরিজ জয়ের আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি।
কারণ এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে আরও বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এজন্য আইরিশ মেয়েদের বিপক্ষে ঘরের মাটিতে পুরো ৬ পয়েন্ট অর্জন করতে চায় বাংলাদেশের মেয়েরা। ৭ বছর পর আবার ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দুদল। সরাসরি ওয়ানডে বিশ^কাপ খেলার জন্য উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সেরা ছয়ে থাকতে হবে। ভারত আয়োজক হিসেবে সরাসরি খেলবে। তারা ব্যতীত বাকি ৫ দল খেলার সুযোগ পাবে সরাসরি। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের সব ম্যাচ জিততে পারলে ৬ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে উঠবে বাংলাদেশের মেয়েরা। এখন ১৮ ম্যাচে ৪ জয়, ৫ পরিত্যক্ত ম্যাচের কারণে ১৩ পয়েন্ট বাংলাদেশের।
ইতোমধ্যে শ্রীলঙ্কা ও পাকিস্তানের শেষ হয়েছে অভিযান। পাঁচে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ২২, সাতে থাকা পাকিস্তানের ১৭। আয়ারল্যান্ডের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সব ম্যাচ জিততে পারলে ২৫ পয়েন্ট নিয়ে এ দুটি দলকেই ছাড়িয়ে যাবে বাংলাদেশ। সেক্ষেত্রে বাদ পড়বে লঙ্কান মেয়েরা। নিউজিল্যান্ডের মেয়েদের ২১ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে অবস্থান। তাদের ৩ ম্যাচের সিরিজ বাকি অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বিপক্ষে ঘরের মাটিতে। সেক্ষেত্রে নেট রানরেট ভালো থাকায় একটি ম্যাচ জিতলেই তারা শ্রীলঙ্কাকে টপকে যাবে। তাই বাংলাদেশের লড়াই মূলত ওয়েস্ট ইন্ডিজ নারী দলের সঙ্গেই হবে। তারা ১৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে। ক্যারিবীয় মেয়েদেরও ৬ ম্যাচ বাকি এবং তারাও বাকি ম্যাচগুলো জিততে চায়।
ভারতের মাটিতে তাদের ৩ ওয়ানডের পর নিজ দেশে বাংলাদেশের বিপক্ষে সিরিজ। তবে এসব নিয়ে ভাবছেন না জ্যোতি। মঙ্গলবার তিনি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই চ্যালেঞ্জিং। আমরা যদি এখান থেকে ভালো একটা সিরিজ শেষ করতে পারি, দল হিসেবে অবশ্যই পরের সিরিজে আমাদের মানসিকভাবে এগিয়ে রাখবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শুরু করাটা। যদি ভালো একটা শুরু পাই, সেটা ধরে রাখতে পারলে এই দলটি ভালো করতে পারবে।’
আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ঘরের মাটিতে খেলা হওয়াতেই আত্মবিশ^াস তুঙ্গে জ্যোতিদের। তা ছাড়া অভিজ্ঞ শারমিন সুপ্তা, ফারাজা হক পিঙ্কি, জাহানারা আলমদের সঙ্গে বর্তমানে ফর্মে থাকা মুর্শিদা খাতুন থাকায় ভালো কিছুরই আশায় আছেন জ্যোতি। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের চিন্তা তো অনেক পরে! এখন আমাদের ম্যাচ বাই ম্যাচ মনোযোগ দেওয়া উচিত। আমাদের হাতে এটাসহ দুটি দ্বিপক্ষীয় সিরিজ আছে। পয়েন্ট নেওয়া গুরুত্বপূর্ণ।
সিরিজ ধরে যদি চিন্তা করি, সেটা ভালো হবে। তাই এই পয়েন্টগুলো নেওয়ার দিকে মনোযোগ থাকবে বেশি।’ ৬ বারের মোকাবিলায় আইরিশ মেয়েদের ৩ বার হারিয়ে একবার পরাজিত হয়েছে বাংলাদেশ।
বাকি দুই ম্যাচ হয়েছে পরিত্যক্ত। তাই নিজেদের মাঠে ফেভারিট হিসেবেই খেলবেন জ্যোতিরা। তবে আইরিশ মেয়েদের সরাসরি বিশ^কাপ খেলার কোনো সম্ভাবনা না থাকলেও তারা জোর লড়াইয়ের ঘোষণা দিয়েছে।