ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

‘বিপিজেএ-ওয়ালটন গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২৪’

দাবায় রানারআপ জনকণ্ঠের কাশেম হারুন

স্পোর্টস রিপোর্টার 

প্রকাশিত: ১৯:৪৭, ২৬ নভেম্বর ২০২৪; আপডেট: ২০:২৭, ২৬ নভেম্বর ২০২৪

দাবায় রানারআপ জনকণ্ঠের কাশেম হারুন

দাবায় দ্বিতীয় পুরস্কার গ্রহণ করছেন জনকণ্ঠের কাশেম হারুন (ডানে)

বিপিজেএ ও ওয়ালটন এর যৌথ আয়োজনে এক ক্রীড়া অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘বিপিজেএ-ওয়ালটন গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২৪’ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে। এতে দাবায় দ্বিতীয় পুরস্কার পেয়েছেন দৈনিক জনকন্ঠের স্টাফ ফটোসাংবাদিক কাশেম হারুন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকার পল্টনে অবস্থিত বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ এর অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

বাংলাদেশ ফটে জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন। ক্রীড়া সম্পাদক এম খোকন সিকদারের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিজেএ -এর অর্থ সম্পাদক আব্দুল আজিজ ফারুকী।

প্রসঙ্গত, এবারের গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসবে ৬টি ইভেন্টে ১৫১ ফটো সাংবাদিক প্রতিযোগিতায় অংশ নেন।

রুমেল/শহিদ

×