ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

১৩ বছর বয়সেই কোটিপতি আইপিএল নিলামে

প্রকাশিত: ১২:৫৩, ২৬ নভেম্বর ২০২৪

১৩ বছর বয়সেই কোটিপতি আইপিএল নিলামে

সৌদি আরবের জেদ্দায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মেগা নিলাম হয়।  নিলামে মোট ৫৭৭ জন ক্রিকেটার ছিলেন। তবে এর মধ্যেই নজর কেড়েছে বৈভব সূর্যবংশী। ১৩ বছরের এই খুদে ক্রিকেটারকে নিয়েই আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনে রীতিমতো লড়াই হয়। 

ঘরোয়া আর বয়স ভিত্তিক দলে এমন পারফরম্যান্স দিয়ে এবার আইপিলের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন বৈভব। নিলাম থেকে পেয়েছেন নিজের প্রথম আইপিএল দল। এবারে নিজেকে বড় মঞ্চে প্রমাণ করে দেখানোর পালা।

নিলামের দ্বিতীয় ও শেষ দিন দল পেয়েছেন ভারতের আলোচিত ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএলে দল পেয়ে ইতিহাস গড়েছেন বৈভব। তাঁর বেস প্রাইস ছিল ৩০ লাখ টাকা। তারপর তাঁকে নিয়ে রীতিমতো লড়াই হয়। দিল্লি ক্যাপিটালসকে বিডিং ‘যুদ্ধে’ হারিয়ে ১ কোটি ১০ লাখ রুপিতে বৈভবকে দলে নেন রাহুল দ্রাবিড়রা। যেদিন কোটিপতি হলেন বৈভব, সেদিন তাঁর বয়স হল ১৩ বছর ২৪৩ দিন। বয়স মাত্র ১৩ হলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বৈভব। এরই মধ্যে খেলেছে রঞ্জি ট্রফিতে। বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হয়ে আলোচনার জন্ম দিয়েছিল বৈভব। যদিও শুরুটা তেমন ভালো হয়নি।

এছাড়া হেমান ট্রফি, কোচবিহার ট্রফিতেও খেলেছে ১৩ বছর বয়সী এই ক্রিকেটার। বিহারের আন্তঃজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি করেছিলেন বৈভব। এরপর ভিনু মানকড় ট্রফিতে পাঁচ ম্যাচে করেন ৪০০ রান। বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রানধির বার্মা অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরিও আছে বৈভবের।

জাফরান

×