ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

আইপিএল মেগা নিলাম: বাংলাদেশিদের মধ্যে তালিকায় নেই কেউ

প্রকাশিত: ০৯:৪৮, ২৬ নভেম্বর ২০২৪; আপডেট: ০৯:৫১, ২৬ নভেম্বর ২০২৪

আইপিএল মেগা নিলাম: বাংলাদেশিদের মধ্যে তালিকায় নেই কেউ

আইপিএল নিলাম। সংগৃহীত ছবি।

শেষ হলো আইপিএলের মেগা নিলাম। টানটান উত্তেজনা গত ২দিন ধরে, চুলচেরা হিসাব- নিকাশ, তথ্য বিশ্লেষণ এবং রুপি খসিয়ে প্রতিটি দলই নিজেদের দল গুছিয়ে নিয়েছে। নিলামের শেষে কারও একটু আক্ষেপ আবার কোনও দল খুব খুশি।

সব মিলিয়ে দু’দিনের সৌদি আরবের জেদ্দায় হওয়া মেগা নিলামে বেশ উত্তেজনা দেখা গেল। ভেঙেছে ইতিহাসও। আইপিএলে সবচেয়ে দামী ক্রিকেটার হলেন ঋষভ পন্থ। দ্বিতীয় সর্বোচ্চ দাম পেলেন কেকেআরের সাবেক অধিনায়ক শ্রেয়াস আয়ার। আইপিএলে সবচেয়ে কম বয়সে কোটিপতি হয়ে নজির গড়ল বৈভব সূর্যবংশী। 

নিলামে ১০টি দল মোট ১৮২ জন ক্রিকেটারকে কিনেছে। এর মধ্যে ৬২ জন বিদেশি ক্রিকেটার। আট জন ক্রিকেটারের ক্ষেত্রে আরটিএম ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে ১০টি দল ক্রিকেটারদের কিনতে ৬৩৯ কোটি ১৫ লক্ষ রুপি খরচ করেছে। অবিক্রিত থেকে গিয়েছেন জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেলের মতো ক্রিকেটার।

উদাহরণস্বরুপ কিছু খেলোয়াড়ের নাম ও টাকার অংক প্রকাশ করা হলোঃ

রিঙ্কু সিং (১৩ কোটি, ধরে রাখা হয়েছে)
বরুণ চক্রবর্তী (১২ কোটি, ধরে রাখা হয়েছে)
আন্দ্রে রাসেল (১২ কোটি, ধরে রাখা হয়েছে)
সুনীল নারাইন (১২ কোটি, ধরে রাখা হয়েছে)
হর্ষিত রানা (৪ কোটি, ধরে রাখা হয়েছে)
রমনদীপ সিংহ (৪ কোটি, ধরে রাখা হয়েছে)
ভেঙ্কটেশ আয়ার (২৩ কোটি ৭৫ লক্ষ রুপি)
এনরিখ নরকিয়া (৬ কোটি ৫০ লক্ষ রুপি)
কুইন্টন ডি’কক (৩ কোটি ৬০ লক্ষ রুপি)
অঙ্গকৃশ রঘুবংশী (৩ কোটি রুপি)
স্পেন্সার জনসন (২ কোটি ৮০ লক্ষ রুপি)
মঈন আলী (২ কোটি রুপি)
রহমানুল্লাহ গুরবাজ (২ কোটি রুপি)
বৈভব আরোরা (১ কোটি ৮০ লক্ষ রুপি)
রোভমান পাওয়েল (১ কোটি ৫০ লক্ষ রুপি)
উমরান মালিক (৭৫ লক্ষ রুপি)
মণীশ পাণ্ডে (৭৫ লক্ষ রুপি)
অনুকূল রায় (৪০ লক্ষ রুপি)
লভনীত সিসোদিয়া (৩০ লক্ষ রুপি)
মায়াঙ্ক মারকান্ডে (৩০ লক্ষ রুপি)

বাংলাদেশ থেকে মুস্তাফিজুর রহমান ও রিশাদের নাম নিলামে ডাকলেও তাদেরকে কেউই দলে নেয়ার জন্য সাড়া দেয়নি। অনেক আফগান ক্রিকেটারের নাম নিলাম তালিকায় এলেও নেই কোনো বাংলাদেশি খেলোয়াড়ের নাম।

রিয়াদ

×