ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

সালাহর রেকর্ডে অপ্রতিরোধ্য লিভারপুল

জিএম মোস্তফা

প্রকাশিত: ২৩:৫৩, ২৫ নভেম্বর ২০২৪

সালাহর রেকর্ডে অপ্রতিরোধ্য লিভারপুল

গোল করার পর জার্সি খুলে লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহর উদ্যাপন

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের দাপট চলছেই। রবিবার রাতে ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে আর্নে স্লটের দল ৩-২ ব্যবধানে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে সাউদাম্পটনকে। এই ম্যাচে জোড়া গোল করেন অলরেডদের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। সাউদাম্পটনের বিপক্ষে জয়ের ফলে লিগ শিরোপা পুনরুদ্ধারে দুর্বার গতিতে এগিয়ে চলছে লিভারপুল। কেননা, ইতোমধ্যেই যে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে গেছে সালাহ-গ্যাকপোরা। 
তবে অলরেডদের জয়ের দিনে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর ফলে প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাবটির হারানো গৌরব ফিরিয়ে আনার শুরুটা হলো হতাশায়। রবিবার কোচ হিসেবে রুবেন আমোরিমের অভিষেক ম্যাচে প্রিমিয়ার লিগের খর্ব শক্তির দল ইপসউইচ টাউনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর ফলে অবনমন অঞ্চলে থাকা দলটির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে রেড ডেভিলরা। 
সাউদাম্পটনের মাঠে রবিবার আতিথ্য নেয় লিভারপুল। প্রতিপক্ষের মাঠে সফরকারীরাই প্রথম এগিয়ে যায়। ৩০ মিনিটে সাউদাম্পটনের রক্ষণের ভুলে বল পান ডোমিনিক সোবোসলাই। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগিয়ে সফরকারীদের এগিয়ে দেন হাঙ্গেরিয়ান তারকা। কিন্তু এগিয়ে যাওয়ার এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্লটের দল। ১২ মিনিট পরই সমতায় ফিরে সাউদাম্পটন। এই সময়ে অ্যাডাম আর্মস্ট্রংয়ের পেনাল্টি শট প্রথমে প্রতিপক্ষের গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি বলে গোল করে স্বাগতিক শিবিরকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে মাতেউস ফার্নান্দেসের গোলে এগিয়ে যায় সাউদাম্পটন। এরপরই দেখা যায় মোহাম্মদ সালাহর শো। ৬৫ মিনিটে রায়ান গ্রাভেনবার্চের পাস থেকে গোল করে অলরেডদের ম্যাচে ফেরান মিসরীয় ফরোয়ার্ড। ৮৩ মিনিটে পেনাল্টি পায় লিভারপুল। আর সালাহর ক্রস ঠেকাতে গিয়ে হ্যান্ডবল করে বসেন সাউদাম্পটনের সুগাওয়ারা। আর তখনই নিজের দ্বিতীয় গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সালাহ। সেইসঙ্গে ইয়ান রাশ এবং রজার হান্টের পর লিভারপুলের তৃতীয় ফুটবলার হিসেবে অ্যাওয়ে ম্যাচে ১০০ গোলের নজির গড়লেন সালাহ। 
এদিকে বড় প্রত্যাশা নিয়ে রুবেন আমোরিককে কোচ হিসেবে নিয়োগ দিলেও শুরুটা ভালো করতে পারেননি। নিজের প্রথম ম্যাচেই যে ইপসউইচের সঙ্গে হোঁচট খায় ম্যানইউ। তবে  ইপসউইচের মাঠে ম্যাচের শুরুটা দারণ করেছিল রেড ডেভিলরা। ম্যাচের ৮১ সেকেন্ডেই গোল করে ম্যানইউকে প্রথম এগিয়ে দিয়েছিলেন ইংলিশ স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি সফরকারী দল। প্রথমার্ধের ৪৩ মিনিটেই ওমারি হাচিনসন গোল করে সমতায় ফেরান স্বাগতিক শিবিরকে। ম্যাচের দ্বিতীয়ার্ধে অবশ্য আর কোন দল গোল না পেলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।
সাউদাম্পটনের বিপক্ষে জয়ের ফলে ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে অবস্থান করছে লিভারপুল। সমান ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। অন্যদিকে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইপসউইচ তালিকার ১৮ নম্বরে। মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে রয়েছে সাউদাম্পটন।

×