ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

নিজের রেকর্ড নিজেই ভাঙছেন মাবিয়া

প্রকাশিত: ১৮:১২, ২৪ নভেম্বর ২০২৪

নিজের রেকর্ড নিজেই ভাঙছেন মাবিয়া

বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সের সুইমিংপুলের বিপরীত ভবনের নিচতলায় ভারত্তোলন ফেডারেশনের জিমনিশিয়ামে চলমান সপ্তম আন্তঃসার্ভিস ভারত্তোলন প্রতিযোগিতায় প্রথম হন মাবিয়া আক্তার সীমান্ত।

 

দুই এসএ গেমসে স্বর্ণজয়ী ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত বাংলাদেশ আনসারের হয়ে খেলে ৭১ কেজি ওজন শ্রেণীতে প্রথম স্থান ধরে রাখার পাশাপাশি রেকর্ড তৈরি করেছেন।

ভারত্তোলনের দুটি অংশ ক্লিন জার্ক। দুই বিভাগেই তিন কেজি করে বেশি তুলেছেন। ক্লিন অ্যান্ড জার্কে ১১১ কেজি উত্তোলন করেছেন।

সার্ভিসেস প্রতিযোগিতা হলেও ৭১ কেজি ওজন শ্রেণীতে নতুন জাতীয় রেকর্ড করেছেন মাবিয়া আক্তার সীমান্ত।

প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বীতা সম্বন্ধে মাবিয়া বলেন, আসলে এখন লড়াইটা নিজের সঙ্গে। প্রতি টুর্নামেন্টে চেষ্টা থাকে বিগত ওজন ছাড়িয়ে যাওয়ার।

২০১৪ সাল থেকে জাতীয় চ্যাম্পিয়ন হচ্ছেন সীমান্ত। গত এক দশকে অনেক চ্যাম্পিয়ন রেকর্ড গড়েছেন-ভেঙেছেন।

২০১৬ ১৯ সালে এসএ গেমসে ৬৩ কেজি ওজন শ্রেণীতে খেলেছিলেন মাবিয়া। ভারত্তোলনের বয়সের সঙ্গে ওজনের শ্রেণী বদলায়। গত বছর থেকে ৭১ কেজিতে খেলছেন।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাহরাইনে বিশ্ব ভারত্তোলন চ্যাম্পিয়নশীপ খেলবেন এই ওজন শ্রেণীতেই। তার সঙ্গী আনসারের আরেক ভারত্তোলক বাকী বিল্লাহ।

তানজিলা

×