ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার পান্ত

প্রকাশিত: ১৭:২৫, ২৪ নভেম্বর ২০২৪; আপডেট: ১৭:২৭, ২৪ নভেম্বর ২০২৪

আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার পান্ত

উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্ত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের জন্য নিলাম বসেছে জেদ্দায়। নিলামে শ্রেয়াস আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব দলে ভেড়ায়। যা ছিল তখনও পর্যন্ত আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক। কিন্তু আইয়ারের গড়া রেকর্ড ৩০ মিনিটও টিকল না।

আইয়ারের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন ঋষভ পান্ত। এই উইকেটকিপার ব্যাটারকে ২৭ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, যা আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড।

১৫ কোটি ৫০ লাখ রুপিতে গুজরাট টাইটানসে গেছেন জস বাটলার। ১১ কোটি ৭৫ লাখ রুপিতে দিল্লিতে মিচেল স্টার্ক। গত আসরে তার মূল্য ছিল ২৪ কোটি ৭৫ লাখ রুপি। এবার তার দাম কমেছে ১৩ কোটি।

দুইদিনে মোট নিলামে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। তবে আজ তোলা হবে মাত্র ৮৪ জনকে। মোট ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি দল। তাদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন।

এম হাসান

×