ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

সতীর্থদের স্যালুট কেন জানালেন বিরাট কোহলি!

প্রকাশিত: ১৪:৪১, ২৪ নভেম্বর ২০২৪; আপডেট: ১৪:৪৭, ২৪ নভেম্বর ২০২৪

সতীর্থদের স্যালুট কেন জানালেন বিরাট কোহলি!

ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় দিনের খেলা শেষে, মাঠ থেকে বেরিয়ে আসার সময় এক চমকপ্রদ দৃশ্য দেখা যায়। যশস্বী জয়সওয়াল কাকে যেন স্যালুট করছেন, পরে জানা যায় তিনি বিরাট কোহলিকে স্যালুট করছেন। এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন ওঠে, কেন এমন আচরণ করছেন যশস্বী? পরবর্তীতে জানা যায়, আসল ঘটনা হলো, বিরাট কোহলি আগে মাঠে এসে কেএল রাহুল ও যশস্বী জয়সওয়ালকে স্যালুট করেছিলেন, আর তা দেখেই যশস্বী কোহলিকে স্যালুট করেন। বর্তমানে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে উঠেছে।

বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজের উদ্বোধনী ম্যাচে ভারতীয় দল নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। পার্থ টেস্টের দ্বিতীয় দিনে দারুণ পারফর্ম করেছে টিম ইন্ডিয়া। ভারত তাদের দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ১৭২ রান করেছে। বর্তমানে কেএল রাহুল ৬২ রান করে অপরাজিত এবং যশস্বী জয়সওয়াল ৯০ রান করে ক্রিজে রয়েছেন। দ্বিতীয় দিনের শেষে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১৮ রানের লিড নিয়েছে।

ভারত প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়ার পর, অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১০৪ রানে শেষ হয়। ভারতের ৪৬ রানের লিড নেওয়ার পর, যশস্বী জয়সওয়াল ১৯৩ বল খেলে সাতটি চার ও দুটি ছক্কা মারেন, আর কেএল রাহুল ১৫৩ বল খেলে চারটি চার মারেন।

দ্বিতীয় দিনের খেলা শেষে, বিরাট কোহলি বাউন্ডারিতে দাঁড়িয়ে যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুলকে মাঠ ছাড়ার সময় স্যালুট করেন, অর্থাৎ তাদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য কুর্নিশ জানান। বিরাট কোহলির এই ছোট উদাহরণটি, একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে তার সতীর্থদের প্রতি সম্মান ও দলের প্রতি ভালোবাসা প্রমাণ করে।

নাহিদা

×