২-০ গোলে এগিয়ে যাওয়ার এই উচ্ছ্বাস অবশ্য শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি বার্সেলোনা
নতুন মৌসুমে শিরোপা পুনরুদ্ধারে দুর্দান্ত গতিতে ছুটছে বার্সেলোনা। মৌসুমের প্রথম ১৩ ম্যাচের ১১টিতেই জিতে লিগ টেবিলের শীর্ষস্থানটাও দখল করে রাখে হ্যান্সি ফ্লিকের দল। তবে শনিবার ২০২৪-২৫ মৌসুমের প্রথম ড্রয়ের স্বাদ পেল কাতালান ক্লাবটি। নিজেদের মাঠে সেল্টা ভিগো এদিন ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে বাধ্য করে কাতালান ক্লাবটিকে।
এর আগে দুই ম্যাচে হারলেও এদিনই প্রথম ড্রয়ের স্বাদ পায় বার্সেলোনা। এই ড্রয়ের ফলে ১৪ ম্যাচ থেকে কাতালান ক্লাবটির সংগ্রহে এখন ৩৪ পয়েন্ট। যেখানে সমান সংখ্যক ম্যাচ থেকে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে দুই ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আজ রবিবার রাতেই মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল। লেগানেসের বিপক্ষে জয় পেলেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে চারে নিয়ে আসবে লস ব্ল্যাঙ্কোসরা।
আন্তর্জাতিক বিরতির পর শনিবারই প্রথম মাঠে নামে বার্সেলোনা। ম্যাচটা ছিল সেল্টা ভিগোর মাঠে। এস্তাদিও এবাঙ্কা-বালাইদোসে শুরুটা অবশ্য দুর্দান্ত করেছিল হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচের ৬১ মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে ছিল সফরকারীরা।
প্রথমার্ধের ১৫ মিনিটে ইনফর্ম রাফিনহার গোলে লিড নেয় বার্সেলোনা। কাতালানদের হয়ে সব ধরণের প্রতিযোগিতায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এটা ১৩তম গোল। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভানডোস্কি। স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে যা পোলিশ স্ট্রাইকারের ১৫তম গোল। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পরই যেন কিছুটা খেই হারিয়ে ফেলে হ্যান্সি ফ্লিকের দল। সেইসঙ্গে এদিন রেফারির একটি সিদ্ধান্তই যেন পাল্টে দেয় ম্যাচের গতিপথ। ৮২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মার্ক ক্যাসাদো মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা।
আর এই সুযোগটাই দারুণভাবে কাজে লাগায় স্বাগতিক শিবির। ৮৪ মিনিটে অতিথিদের একটি গোলের শোধ দেন সেল্টা ভিগোর ফরোয়ার্ড আলফন গঞ্জালেস। তার দুই মিনিটের মধ্যেই আরও এক গোল করে সেল্টা ভিগোকে সমতায় ফেরান হুগো আলভারেজ। সমতায় ফিরে দারুনভাবে উজ্জীবিত সেল্টা ভিগো তৃতীয় গোলের সম্ভাবনাও জাগিয়েছিল। কিন্তু ততক্ষণে অবশ্য ঘুম ভাঙে বার্সার রক্ষণভাগের। কোনরকমভাবে স্বাগতিকদের শেষ মুহূর্তের সব আক্রমণ প্রতিহত করে এক পয়েন্ট নিয়ে বাড়ি ফিরে বার্সা। ততক্ষণে অবশ্য লিগে চলতি মৌসুমে প্রথম ড্র নিশ্চিত হয়ে যায়।
শনিবার রাতে অন্য ম্যাচে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ঘরের মাঠে ২-১ গোলে দেপোর্তিভো আলাভেসকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এছাড়াও এদিন জয় পেয়েছে ভ্যালেন্সিয়া, জিরোনা এবং মায়োর্কা।
নাহিদা