ভারতের রাহুল-জয়সওয়ালের রেকর্ড জুটিতে হতাশ অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। শনিবার পার্থ টেস্টের দ্বিতীয় দিনে
প্রথম দুই দিনে পুরোপুরি ভিন্ন চিত্র দেখল পার্থ টেস্ট। অস্ট্রেলিয়ায় ৭২ বছরের রেকর্ড ভেঙে শুক্রবার প্রথম দিনে উইকেট পড়েছিল ১৭টি। প্রথম ইনিংসে ভারতের ১৫০ রানের জবাবে শনিবার অজিরা গুটিয়ে গেছে মাত্র ১০৪ রানে। তারকা পেসার জাসপ্রিত বুমরাহ নিয়েছেন ৫ উইকেট। এখন পর্যন্ত যতগুলো দেশে টেস্ট খেলেছেন তার মধ্যে নিউজিল্যান্ড ছাড়া সব দেশেই একাধিকবার ইনিংসে পাঁচ উইকেট নিয়ে গ্রেট কপিল দেবের পাশে বসেছেন এই টেস্টের ভারপ্রাপ্ত অধিনায়ক। ব্যাটিংয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শুরু করেছে ভারত। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১৭২ রান তুলে দিন শেষ করে ইতোমধ্যে লিড ২১৮। জশস্বী জয়সওয়াল ৯০ ও লোকেশ রাহুল অপরাজিত ৬২ রানে। টেস্টে এক বছরে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড গড়েছেন জয়সওয়াল।
প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার আক্ষেপ এবার মিটিয়েছেন জয়সওয়াল। সেঞ্চুরির অপেক্ষায় থাকা সেনসেশনাল এ বাঁহাতি ২ ছক্কা ও ৭ চারে ১৯৩ বলে খেলছেন ৯০ রান নিয়ে। গত বছর অভিষেক হওয়া এ ওপেনার তার ক্যারিয়ারের ১৫ টেস্টের ১৩টি খেলেছেন এ বছর (২০২৪ সালে)। যেখানে ছক্কা হাঁকিয়েছেন ৩৪টি। টেস্টে এক ক্যালেন্ডার ইয়ারে যা সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড। ২০১৪ সালে ৩৩টি ছক্কা মেরেছিলেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম। অন্যাদিকে পার্থে কঠিন বিপদের মধ্যে প্রথম ইনিংসেও দৃঢ়তা দেখিয়েছিলেন রাহুল (৭৪ বলে ২৬); কিন্তু পারেননি বড় ইনিংস খেলতে।
এবার ১৫৩ বলে মাত্র ৪টি চার মেরে ৬২ রানে অপরাজিত তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে একই ইনিংসে দুই ভারতীয় ওপেনারের পঞ্চাশ ছোঁয়া ইনিংসের দেখা মিলল ৩৮ বছর পর। সর্বশেষ ১৯৮৬ সালে এক টেস্ট ইনিংসে সেঞ্চুরি করেছিলেন সুনিল গাভাস্কার (১৭২) ও কৃষ্ণামাচারি শ্রীকান্ত (১১৬)। ২০ বছর পর অস্ট্রেলিয়ায় ওপেনিংয়ে শতরানের উদ্বোধনী জুটি পেল ভারত। ২০০৪ সালে সিডনিতে আকাশ চোপড়া ও বিরেন্দর শেবাগের শুরুর জুটিতে এসেছিল ১২৩ রান। ৭ উইকেটে ৬৭ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া আর ৩৭ রান তুলতে বাকি ৩ উইকেট হারিয়ে গুটিয়ে যায়। স্বাগতিকদের ইনিংসের আয়ু ৫১.২ ওভার।