বাংলাদেশি বংশোদ্ভুত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী।
নভেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কদিন আগেই নিজেদের মাটিতে মালদ্বীপের বিরুদ্ধে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে। এই ম্যাচ দুটিতে লাল-সবুজের জার্সিতে খেলার কথা ছিল ইংলিশ লিগ মাতানো বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার হামজা চৌধুরীর। কিন্তু কিছু নিয়ম-কানুনের আনুষ্ঠানিকতার কারণে হামজা ম্যাচ দুটি খেলতে পারেনি।
কিন্তু সর্বশেষ পাওয়া খবরটি মোটেও শুভকর নয় হামজার জন্য। তিন দিন আগে ফিফা থেকে যে চিঠি পেয়েছে বাফুফে, তাতে হামজাকে খেলানোর জন্য তাদের প্রচেষ্টা বিফলেই যেতে পারে। যদিও বাফুফে আরেকটি চিঠিতে ফিফাকে ব্যাখ্যা দিয়েছে।
জানা গেছে, হামজা ইংল্যান্ড অনুর্ধ-২১ দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার বিষয়টিই সমস্যা তৈরি করেছে। ২০১৮ ও ২০১৯ সালে হামজা ৭টি ম্যাচ খেলেছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে। হামজা যখন ম্যাচ খেলেছেন তখন তার বয়স ছিল ২১ বছরের কিছু বেশি। তখন বয়স ২১ বছরের নিচে থাকলে সমস্যা হতো না। ওই জায়গাতেই আপত্তি ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির।
হামজা বাংলাদেশের পাসপোর্ট করেছেন ইংল্যান্ড অনুর্ধ-২১ দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার ৫ বছর পর। ফিফা এসব ইস্যু তোলায় হামজার এখন বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
রুমেল/তাবিব