পুরস্কার নিচ্ছেন জামাল মোল্লা (বায়ে)।
ভারতে অনুষ্ঠানরত ইন্ডিয়ান ওয়েল সার্ভো মাস্টার্স গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের জামাল হোসেন মোল্লা। আসামের দিগবই গলফ কোর্সে শনিবার শেষ হয়েছে এই প্রতিযোগিতা। এতে ৪ রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১২ শট কম খেলে চ্যাম্পিয়ন বাংলাদেশের জামাল। ভারতের পিজিটিআই টুর্নামেন্টে এটা জামালের পঞ্চম শিরোপা।
পারের চেয়ে ১১ শট কম খেলে যৌথভাবে রানার্স আপ ভারতের গৌরব প্রতাপ সিং, কপিল কুমার, শচীন বৈশ্য ও দিব্যানুশ দুবে।
টুর্নামেন্টে বাংলাদেশের আরেক গলফার আকবর হোসেন পারের চেয়ে ৪ শট কম খেলে যৌথভাবে ১৮তম হয়েছেন।
চ্যাম্পিয়ন হয়ে জামাল প্রাইজমানি হিসেবে পাবেন ১২ লাখ ৭৫ হাজার রুপি।
রুমেল খান/ রিয়াদ