ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

আরও একটি হ্যাটট্রিক, বুন্দেসলিগায় হ্যারি কেনের ইতিহাস

প্রকাশিত: ১৪:২৫, ২৩ নভেম্বর ২০২৪; আপডেট: ১৪:৪৯, ২৩ নভেম্বর ২০২৪

আরও একটি হ্যাটট্রিক, বুন্দেসলিগায় হ্যারি কেনের ইতিহাস

হ্যারি কেনের দুর্দান্ত পারফর্মেন্সে উড়ছে তার ক্লাব বায়ার্ন মিউনিখও

আরও একবার প্রতিপক্ষের জালে হ্যাটট্রিক করার নজীর গড়লেন হ্যারি কেন। তার তিন গোলের সৌজন্যেই শুক্রবার জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ৩-০ ব্যবধানে পরাজিত করে অগসবার্গকে। এর ফলে বুন্দেসলিগার শিরোপা পুনরুদ্ধারে বায়ার্ন মিউনিখও দুর্বার গতিতে ছুটছে। মৌসুমের প্রথম ১১ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বায়ার্ন। যেখানে ১০ ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে রয়েছে আরবি লিপজিগ। সমান ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেনের অবস্থান টেবিলের চারে।

তবে নিজেদের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখের জয় ছাপিয়ে এদিন আলোচনায় হ্যারি কেনের হ্যাটট্রিক। জার্মান ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে এটা তার সপ্তম হ্যাটট্রিকের নজীর। তাও আবার মাত্র ৪৩ ম্যাচে! অগসবার্গের বিপক্ষে হ্যাটট্রিক করে এদিন ইতিহাস গড়েছেন ইংলিশ স্ট্রাইকার। বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন হ্যারি কেন। বুন্দেসলিগায় সপ্তম হ্যাটট্রিক পূর্ণ করলেন হ্যারি কেনএর ফলে হ্যারি কেন ছাড়িয়ে গেছেন আর্লিং হালান্ডের রেকর্ডকে। এর আগে সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে বুন্দেসলিগায় ৫০ ম্যাচে ৫০ গোল করেছিলেন হাল্যান্ড। ম্যানসিটি তারকাকে ছাড়িয়ে এবার সেই রেকর্ড নিজের করে নিলেন হ্যারি কেন। বায়ার্নের জার্সিতে ৪৩ ম্যাচে নিজে গোলের হাফ সেঞ্চুরি পূর্ণ করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪ গোল। চলতি মৌসুমে জাতীয় দল এবং ক্লাবের হয়ে ২২ ম্যাচ থেকে ২৩ গোল করেছেন এই ইংলিশ স্ট্রাইকার। এই সময়ে হ্যারি কেনের গোলে অ্যাসিস্ট সংখ্যা ৯টি।

তবে ঘরের মাঠে অগসবার্গের বিপক্ষে শুক্রবার প্রথম গোলের জন্য স্বাগতিকদের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৬৩ মিনিট পর্যন্ত। এই সময়ে পেনাল্টি থেকে গোলমুখ খোলেন হ্যারি কেন। বায়ার্নের এই ইংলিশ স্ট্রাইকারের বাকী দুটি গোল আসে ম্যাচে যোগ করা সময়ে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্পট কিক থেকেই ব্যবধান দ্বিগুন করেন ইংলিশ স্ট্রাইকার। এর আগেই  দ্বিতীয় হলুদ কার্ড দেখে কেভিন স্কোলটারবেক মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় অগসবার্গ। নিজেদের ডি-বক্সে হ্যারি কেনকে ফাউল করেছিলেন কেভিন। আর তাতেই পেনাল্টি পায় বায়ার্ন। যোগ করা সময়ের ৯৫ মিনিটে আরও একটি দারুণ দর্শনীয় গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হ্যারি কেন। এর ফলে দুই মৌসুম মিলিয়ে লিগে কেনের গোল এখন ৫০টি। 

সুদীর্ঘ ক্যারিয়ারে এমন অসংখ্য কীর্তিই যোগ করা আছে হ্যারি কেনের নামের পাশে। কিন্তু দুর্ভাগ্য যে, ইংলিশ স্ট্রাইকারের নামের পাশে নেই কোন শিরোপা! তবে বুন্দেসলিগায় বায়ার্ন এবার যেভাবে ছুটছে তাতে সেই আক্ষেপ ঘোচতে পারে সাবেক টটেনহ্যাম হটস্পারের এই ইংলিশ তারকার। 
মোস্তফা

মোস্তফা/আর কে

×