ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

ভক্তদের জন্য সুখবর; বার্সায় ফিরছেন মেসি

প্রকাশিত: ১৩:১২, ২২ নভেম্বর ২০২৪

ভক্তদের জন্য সুখবর; বার্সায় ফিরছেন মেসি

বার্সেলোনার ক্লাব ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারদের একজন লিওনেল মেসি। কিন্তু দীর্ঘ প্রায় দুই যুগ পর ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে নতুন করে ঠিকানা গড়েন এলএম টেন। তবে কাতালান ক্লাবটির সঙ্গে আর্জেন্টাইন মহাতারকার বিদায়পর্বটা মোটেও সুখকর ছিল না। বিশেষ করে ন্যু ক্যাম্প থেকে বিদায়বেলায় সংবাদ সম্মেলনে মেসির অশ্রুসিক্ত সেই দৃশ্য এখনও ভক্ত-সমর্থকদের হৃদয়ে ঝড় তুলে!


এমনকি বেতন কমিয়ে থাকতে চাইলেও সেসময় মেসিকে ধরে রাখেনি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এরপর আর বার্সায় ফেরেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহানায়ক লিওনেল মেসি। তবে এবার ভক্তদের জন্য সুখবর। প্রায় তিন বছর পর প্রিয় ক্লাবে ফিরছেন লিওনেল মেসি। তবে খেলোয়াড় নয় এবার অতিথি হিসেবে বার্সায় ফিরছেন এলএম টেন।
আগামী ২৯ নভেম্বর বার্সেলোনার ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। আর এই অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছেন ইন্টার মিয়ামি তারকা। বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা যায়, এই অনুষ্ঠানে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকাকে আমন্ত্রণ জানিয়েছেন বার্সার সভাপতি হুয়ান লাপোর্তা। সেই ডাকে সাড়া দিয়ে শৈশ্ববের ক্লাবে আসছেন মেসি। ভক্তদের জন্য এটা নিশ্চই অনেক বড় সুখবর। মেসির জন্যও এই ফেরাটা নিশ্চই আবেগের! যে অনুষ্ঠানে দেখা যেতে পারে বার্সেলোনার সাবেক আরও অনেক কিংবদন্তিদেরকেও। 
প্রকাশিত খবরে জানা যায়, মেসি স্বপরিবারেই ফিরবেন বার্সায়। সেখানে অতিথি হিসেবে কথাও বলবেন বার্সেলোনার জার্সি গায়ে ৭৭৮ ম্যাচে প্রতিনিধিত্ব করে ৬৭২ গোল করা এই তারকা ফরোয়ার্ড।
গত সপ্তাহে আর্জেন্টিনার জার্সিতে চলতি বছরের শেষ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। এর ফলে দীর্ঘ সময় বিরতি পাচ্ছেন এলএম টেন। যে কারণে বার্সায় যাওয়ার পথে মেসির এখন আর কোন বাধা নেই। এর আগে প্রকাশিত খবরে জানা যায়, বার্সার প্রতিষ্টাবার্ষিকীতে যোগ দিতে যাচ্ছেন মেসিরই সাবেক সতীর্থ এবং ক্লাবটির দুই কিংবদন্তি জাভি হার্নান্দেজ এবং আন্দ্রেস ইনিয়েস্তাও।
 

মোস্তফা/জাফরান

×