ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

যে কারণে ফুটবল ছাড়তে চেয়েছিলেন রদ্রি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫:১০, ২২ নভেম্বর ২০২৪

যে কারণে ফুটবল ছাড়তে চেয়েছিলেন রদ্রি

রদ্রিগো হার্নান্দেজ

মাঝ মাঠের স্পেন ও ম্যানচেস্টার সিটির তারকা রদ্রিগো হার্নান্দেজ। যিনি তারকা ফরোয়ার্ডদের পেছনে ফেলে নাটকীয়ভাবে এবার ব্যালন ডিঅর জিতেছেন। অথচ মাত্র ১৭ বছর বয়সেই নাকি ফুটবল ছাড়তে চেয়েছিলেন রদ্রি।
 
কিশোর বয়সে ফুটবলে ক্যারিয়ার গড়া নিয়ে সংশয়ে ছিলেন ২৮ বছরের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ওই সময় তিনি ফুটবল খেলা চালিয়ে যাওয়া নিয়ে ঠিক প্রেরণা পাচ্ছিলেন না। সম্প্রতি স্প্যানিশ টিভি চ্যানেলের এল হরমিগুয়েরো নামের এক অনুষ্ঠানে এমনটাই বলেছেন রদ্রি। গত মাসে তিনি ফরাসি সাময়িকীর দেওয়া ফুটবলের অন্যতম প্রেস্টিজিয়াস পুরস্কার গোল্ডেন বল জেতেন।

রদ্রি বলেছেন, সখের বশে ফুটবল খেলার বিষয় আর নেই, এটি এখন পেশায় পরিণত হয়েছে। যদি সর্বোচ্চ পর্যায়ে যেতে চান, তাহলে কিছু পাব এমন প্রত্যাশা না রেখেই নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে হয়। আমার শৈশবকালটা স্বাভাবিক ছিল না, আমি অনেক মুহূর্ত হাতছাড়া করেছি। পরিবার ছেড়ে আমাকে ভিয়ারিয়ালে (স্প্যানিশ ক্লাব) যোগ দিতে হয়েছিল, সেটাই ছিল আমার জীবনের সেরা সিদ্ধান্ত। সেখানে প্রথম বছরটি ছিল খুব কঠিন।

পরিবার থেকে দূরে থাকার সময়ে ফুটবল ছাড়ার কথাও ভেবেছিলেন বলে জানান রদ্রি, আমার ১৭ থেকে ১৯ বছরের সময়টি লাফিয়ে পার হওয়া দরকার ছিল। আমি ভগ্ন হৃদয়ে বাবাকে কল দিয়ে জিজ্ঞেস করি সব (পরিবার) ছেড়ে এসে এই ত্যাগের কোনো অর্থ আছে কি না। তিনি আমাকে স্মরণ করিয়ে দেন যে, ইতোমধ্যে এক বছর চলে গেছে। সেই বছরটি আমি হারিয়ে ফেলেছি। ফলাফল কী হবে তা না ভেবেই আমার সেদিকেই মনোযোগ দেওয়া উচিৎ এবং আমার সামনে এখন জয়ই বাকি, হারানোর কিছু নেই।
 

শহিদ

×