আগামী ২৯ নভেম্বর মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
আগামী ২৯ নভেম্বর মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ১১তম আসর। ৮ দল নিয়ে এবারের আসরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল খেলবে ‘বি’ গ্রুপে। গত বছর এই আসরে প্রথমবার শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ একেবারে নতুন করে গড়ে ওঠা দলটির। সফল কোচ নাভিদ নাওয়াজের অধীনে বেশ গুছিয়ে উঠেছে তারা। বৃহস্পতিবার এই আসরের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪৯ দল ॥ আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহঅধিনায়ক), রিফাত বেগ, সামিউন বাসির রাতুল, দেবাশিষ সরকার দেবা, রিজন হোসেন, মো. আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, মো. রাফি উজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, মো. আশরাফুজ্জামান বরাণ্য ও সা’দ ইসলাম রাজিন।
স্ট্যান্ডবাই ॥ কালাম সিদ্দিকী এলিন (ট্রাভেলিং রিজার্ভ), শাহারিয়াল আজমির, ইয়াসির আরাফাত ও সানজিদ মজুমদার।