ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

তিন স্থানে সাফজয়ী ৭ ফুটবলারকে সংবর্ধনা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:১৫, ২২ নভেম্বর ২০২৪

তিন স্থানে সাফজয়ী ৭ ফুটবলারকে সংবর্ধনা

সাফজয়ী তিন কৃতী ফুটবলার স্বপ্না রানী, মোসামৎ সাগরিকা ও কোহাতি কিসকুকে সংবর্ধনা দিয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন

ক’দিন আগেই সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা অক্ষুণœ রেখে হিমালয়ের দেশ থেকে ফিরে এসেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এরপর থেকেই বিভিন্ন সংস্থা-সংগঠন বাংলার বাঘিনীদের সংবর্ধনার মাধ্যমে আর্থিক পুরস্কার দিচ্ছে। খেলোয়াড়দের নিজ নিজ জেলাগুলোও একই পথে হাঁটছে। তারই ধারাবাহিকতায় দেশের তিন জেলায় সেসব জেলার মোট সাত নারী ফুটবলারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে লাল গালিচা আর জমকালো আয়োজনে বরণ করে নেওয়া হয়েছে অধিনায়ক সাবিনা, ডিফেন্ডার মাসুরা পারভীন ও আফঈদা খন্দকারকে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সভাপতিত্ব করেন। সাতক্ষীরার এই তিন কৃতী খেলোয়াড়ের হাতে সংবর্ধনা স্মারক ও প্রাইজমানি হিসেবে জনপ্রতি এক লাখ টাকা করে দেওয়া হয়। 
নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের সাগরইল মির্জাপুর গ্রামের কৃতী সন্তান সাফজয়ী তারকা নারী ফুটবলার আইরিন খাতুনকে সংবর্ধনা দেওয়া হয়েছে বুধবার সন্ধ্যায়। উপজেলার হাতুড় ইউনিয়নের মহিষবাথান উচ্চ বিদ্যালয় মাঠে হাতুড় ইউনিয়ন পরিষদ অনুষ্ঠানের আয়োজন করে। হাতুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক এতে প্রধান অতিথি ছিলেন। 
আইরিন খাতুনের সঙ্গে তার মা ফিরোজা বেগম ও বাবা আব্দুল আলিম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইরিনকে লাল গোলাপের তোড়া, মেডেল ও সম্মাননা স্মারক, ইউনিয়ন পরিষদের পক্ষে ১২ মেম্বার ৩০ হাজার টাকার চেক, ও রজনীগন্ধ্যার স্টিক দিয়ে সংবর্ধনা জানানো হয়। এ ছাড়া বৃহস্পতিবার সাফজয়ী বাংলাদেশ দলের সদস্য ঠাকুরগাঁও জেলার বাসিন্দা তিন খেলোয়াড় মোসাম্মৎ সাগরিকা, স্বপ্না রানী ও কোহাতি কিসকুকে সংবর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইশরাত ফারজানা এই তিন ফুটবলারের হাতে ক্রেস্ট, ফুলের তোড়া ও সম্মানী উপহার তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করেন।

×