ফাইনালের আগে শুক্রবার ট্রফি হাতে ফটোসেশনে বসুন্ধরা কিংসের সাদ উদ্দিন ও মোহামেডানের মেহেদী হাসান মিঠু
গত মাসে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু দেশেই ফিরতে পারেননি রাজনৈতিক কারণে। তারপর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিলেন না তিনি। এখন পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল আছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। এই সফরে দলের সঙ্গে থাকবেন কিনা তার নিশ্চয়তা পাওয়া যায়নি এখনো। এখন সাকিব আছেন আরব আমিরাতে। আবুধাবি টি১০ আসরে বাংলা টাইগার্সের হয়ে খেলার জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি।
জোর সম্ভাবনা রয়েছে তার এই আসর খেলেই ওয়েস্ট ইন্ডিজে গিয়ে বাংলাদেশের হয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার। তবে সাকিব নিজে এ বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেননি। আপাতত তিনি জানিয়েছেন আবুধাবি টি১০ লিগ নিয়েই ভাবছেন তিনি। ছোট উত্তরে সাকিব বলেন, ‘এখন এই টুর্নামেন্ট নিয়েই পুরো ফোকাস করছি। এই টুর্নামেন্টের পর দেখা যাবে।’ অনেক আগেই সাকিব জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসরে যাবেন। তার আগে শুধু আর ৩ ওয়ানডে খেলার সুযোগ রয়েছে বাংলাদেশ দলের। কিন্তু এখন টি১০ লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলা নিয়েই মনোযোগ তার। দল নিয়ে সাকিব বলেছেন, ‘আমি দলের পরিকল্পনা এখানে বলতে দিতে পারি না। এখানের সব দলই শক্তিশালী।’