ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

সাকিবের ২ উইকেট, তবু হারল দল

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:৩০, ২১ নভেম্বর ২০২৪; আপডেট: ২৩:০৭, ২১ নভেম্বর ২০২৪

সাকিবের ২ উইকেট, তবু হারল দল

২ ঊইকেট নিয়েও দলকে জেতাতে পারেননি সাকিব

আবুধাবি টি-টেন লিগ মাঠে গড়িয়েছে বৃহস্পতিবার। নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশের  বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান দুর্দান্ত বোলিং করে ২ উইকেট নিয়েছেন। কিন্তু তবু তার দল বাংলা টাইগার্স ৬ উইকেটে হেরেছে স্যাম্প আর্মির কাছে।

আবুধাবিতে টি-টেন লিগের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স ১০ ওভারে ১ উইকেটে তোলে ১০৬ রান। দাসুন শানাকা ২৭ বলে ৪ চার, ৬ ছক্কায় ৬২ ও হযরতউল্লাহ জাজাই ২৬ বলে ৩ চার, ১ ছয়ে ৩৫ রানে অপরাজিত থাকেন। 

ভারতের বিপক্ষে গত ২৭ সেপ্টেম্বর সর্বশেষ টি২০ খেলেন সাকিব আল হাসান। প্রায় ২ মাস পর এদিন কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামেন তিনি। তবে ব্যাট করার সুযোগ পাননি। 

জবাব দিতে নেমে স্যাম্প আর্মি প্রথম ওভারেই শারজিল খানের (০) উইকেট হারায়। চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই ফাফ ডু প্লেসিসকে সাজঘরে ফেরান সাকিব। ১৪ বলে ২ চার, ২ ছক্কায় ২৯ রান করেন প্লেসিস।

ওই ওভারে ৭ রান দেন সাকিব। এরপরে ষষ্ঠ ওভারে স্যাম্প আর্মির অধিনায়ক রোহান মুস্তাফাকে (৬ বলে ৭) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি। এই ওভারেও মাত্র ৮ রান দেন সাকিব।

পরের ওভারে সাকিবের দুর্দান্ত থ্রো থেকে আন্দ্রিয়াস গাউসকে রান আউট করে দেন বোলার রশিদ খান। গাউস ১৩ বলে ২ ছক্কায় ২৪ রান করেন।

অধিনায়ক সাকিব ২ ওভারে ১৫ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন এবং আরেকটি রান আউটে ভূমিকা রেখেছেন। তবু বাংলা টাইগার্সের হার ঠেকাতে পারেননি। 

স্যাম্প আর্মি ৯.৩ ওভারে ৪ উইকেটে ১০৮ রান তুলে জয় ছিনিয়ে নেয়। জ্যাক টেইলর ১৩ বলে ২ চার, ১ ছয়ে ২৭ ও করিম জানাত ৯ বলে ১ চার, ১ ছয়ে ১৫ রানে অপরাজিত থেকে স্যাম্প আর্মিকে জিতিয়েছেন ৩ বল বাকি থাকতেই।

মামুন/এমএম

×