ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

নিষিদ্ধ হলেন আকবর আলী

প্রকাশিত: ১৮:৪৮, ২১ নভেম্বর ২০২৪; আপডেট: ১৯:০০, ২১ নভেম্বর ২০২৪

নিষিদ্ধ হলেন আকবর আলী

আকবর আলী। ছবি: সংগৃহীত

শৃঙ্খলাভঙ্গের দায়ে এনসিএলে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন রংপুর বিভাগের অধিনায়ক আকবর আলী।জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল)  ষষ্ঠ এবং সপ্তম তথা শেষ দুই রাউন্ডে খেলা হচ্ছে না উইকেটকিপার এই ব্যাটারের। 

 

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে পঞ্চম রাউন্ডের ম্যাচে বরিশালের বনাম রংপুরের ম্যাচে দুইবার আচরণবিধি ভঙ্গ করেন রংপুরের অধিনায়ক আকবর।

জানা যায়, প্রথমে ফিল্ডিংয়ের সময় আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান আকবর। পরে ব্যাটিংয়ের সময়ও আউট দেওয়া নিয়ে ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে ব্যাট ছুঁড়ে মারেন। 

 

ম্যাচটিতে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন মাহফুজুর রহমান ও সোহরাব হোসেন। ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন আখতার আহমেদ। তারাই ম্যাচ রিপোর্টে এ তথ্য উল্লেখ করেছেন বলে জানা গেছে। শৃঙ্খলাবিধির লেভেল-২ ভঙ্গ করায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন আকবর। 

বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন এনসিএল টেকনিক্যাল কমিটির আহ্বায়ক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানান ম্যাচ রেফারি তাকে (আকবর) দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়, ফলে এবারের আসরে তাকে আর দেখা যাবে না।

 

তাবিব

×