ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

সাকিব নিজেই জানালেন ফেরার সময়

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ১৮:২৪, ২১ নভেম্বর ২০২৪

সাকিব নিজেই জানালেন ফেরার সময়

আরব আমিরাতে সাকিব আল হাসান গত কয়েকদিন ঘাম ঝরানো অনুশীলন করেছেন।

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে ভারতের মাটিতে সর্বশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছেন সাকিব আল হাসান। বাঁহাতি এই অলরাউন্ডার চেয়েছিলেন গত মাসের শেষদিকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে। কিন্তু রাজনৈতিক কারণে সেটি সম্ভব হয়নি।

 

এরপর আর সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে দেখা যায়নি। তিনি এখন আবুধাবী টি-টেন লিগ খেলতে আরব আমিরাতে অবস্থান করছেন। সেখানেই তিনি জানিয়েছেন, বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে চিন্তা করবেন এই টুর্নামেন্ট শেষে।

গত মাসে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু দেশেই ফিরতে পারেননি রাজনৈতিক কারণে। তারপর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিলেন না তিনি। এখন পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল আছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। এই সফরে দলের সঙ্গে থাকবেন কিনা তার নিশ্চয়তা পাওয়া যায়নি এখনও। 

এই মুহুর্তে সাকিব আল হাসান আছেন আরব আমিরাতে। আবুধাবী টি ১০ আসরে বাংলা টাইগার্সের হয়ে খেলার জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। জোর সম্ভাবনা রয়েছে তার এই আসর খেলেই ওয়েস্ট ইন্ডিজে গিয়ে বাংলাদেশের হয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার। তবে সাকিব নিজে এ বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেননি। আপাতত তিনি জানিয়েছেন আবুধাবী টি১০ লিগ নিয়েই ভাবছেন। 

ভারত সফরে সর্বশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছেন সাকিব। তারপর নানা ঘটনায় পরের দুই সিরিজে তাকে দেখা যায়নি। জাতীয় দলের হয়ে খেলার বিষয়ে তিনি ছোটো উত্তর দিয়েছেন, ‘এখন এই টুর্নামেন্ট নিয়েই পুরো ফোকাস করছি। এই টুর্নামেন্টের পর দেখা যাবে।’

অনেক আগেই সাকিব জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসরে যাবেন। তার আগে শুধুমাত্র আর ৩ ওয়ানডে খেলার সুযোগ রয়েছে বাংলাদেশ দলের। তাই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য অবশ্যই সাকিবকে ক্যারিবিয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলাটা জরুরী। আগামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।  

আবুধাবী টি ১০ আজ শুরু হয়ে ২ ডিসেম্বর শেষ হবে। কিন্তু এখন টি ১০ লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলা নিয়েই মনোযোগ তার। দল নিয়ে সাকিব বলেছেন,‘আমি দলের পরিকল্পনা এখানে বলে দিতে পারি না। এখানের সবগুলো দলই শক্তিশালী। প্রত্যেকে চ্যাম্পিয়ন হতে এসেছে। আমাদেরও একই লক্ষ্য। আমরা আমাদের সেরা চেষ্টাটাই করব। আমাদের দলটা ভারসাম্যপূর্ণ।’

কিছুদিন আগেই আরব আমিরাত এসে ব্যক্তিগত ট্রেইনার নিয়ে ফিটনেস নিয়ে কাজ করেছেন সাকিব। জিম সেশনে সময় কাটাচ্ছেন, ফ্লাড লাইটের আলোতেও ব্যাটিং-বোলিং অনুশীলন করেছেন। এমনকি তাকে বাংলাদেশ দলের অনুশীলন জার্সি পরিহিত অবস্থায়ও প্র্যাকটিসে দেখা গেছে। এর কয়েকদিন আগে ওমরাহ করেছেন।

মামুন/তাবিব

×